পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের সময় এই ব্যক্তি গুলিবিদ্ধ হয়। পরে রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী তার মৃত্যুর খবর জানান।
Published : 05 Sep 2024, 05:32 PM
জার্মানির মিউনিখে ইসরায়েলি কনস্যুলেট ও নাৎসি ইতিহাস জাদুঘরের কাছে পুলিশের গুলিতে সশস্ত্র এক ব্যক্তি নিহত হয়েছেন। বাভারিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইওয়াখিম হারমান এ খবর জানিয়েছেন।
বৃহস্পতিবার পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের সময় ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়। পরে তার মৃত্যু হয়েছে বলে জানান রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিকে একটি লম্বা আগ্নেয়াস্ত্র হাতে ওই এলাকায় দেখা গিয়েছিল। এরপর ৫ পুলিশের সঙ্গে তার গুলিবিনিময় হয়।
মিউনিখ পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, 'হামলাকারী পুরুষ ছিল এবং আমরা নিশ্চিত সে এখানে বন্দুক নিয়ে হামলা চালিয়েছে।
"পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ অগ্রসর হলে ঘটনাস্থলেই মারা যান তিনি," হারম্যান সাংবাদিকদের জানিয়েছেন।
মিউনিখ পুলিশ জানিয়েছে, বাভারিয়া রাজ্যের রাজধানীতে অন্য কোনো সন্দেহভাজন বা ঘটনার কোনো আলামত পাওয়া যায়নি।
১৯৭২ সালে মিউনিখে অলিম্পিক গেমসে ফিলিস্তিনি বন্দুকধারীদের হামলায় ১১ জন ইসরায়েলি অ্যাথলেট নিহতের ঘটনার স্মরণে “ব্ল্যাক ফ্রাইডে” পালনের অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।
জাদুঘর ও গবেষণা ইনস্টিটিউটটি জার্মানির ১৯৩৩-৪৫ নাৎসি শাসনের ইতিহাস নিয়ে গঠিত। এটি মিউনিখের ম্যাক্সভোরস্টাড এলাকায় ইসরায়েলি কনস্যুলেটের কাছে অবস্থিত।
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী এই গুলিবিনিময়ের ঘটনাকে গুরুতর ঘটনা বলে বর্ণনা করেছেন।
এর আগে পুলিশ জনগণ কে সতর্ক করে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে ওই এলাকা এড়িয়ে চলতে বলে।