এটি তার বাণিজ্য নীতি ঢেলে সাজানোর ক্ষেত্রে আরেকটি বড় পদক্ষেপ। সোমবার এই নতুন শুল্ক আরোপের ঘোষণা দেবেন তিনি।
Published : 10 Feb 2025, 11:19 AM
যুক্তরাষ্ট্রে আমদানি করা সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়ামে বিদ্যমান মাশুলের পাশাপাশি নতুন করে আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
এটি তার বাণিজ্য নীতি ঢেলে সাজানোর ক্ষেত্রে আরেকটি বড় পদক্ষেপ। সোমবার এই নতুন শুল্ক আরোপের কথা ঘোষণা করবেন বলে রোববার জানিয়েছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত আকাশযান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আরও জানান, মঙ্গলবার ও বুধবার তিনি সম্পূরক শুল্ক আরোপের ঘোষণা দেবেন যা প্রায় তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এসব সম্পূরক শুল্ক সব দেশের ওপর আরোপ করা হবে আর তা প্রত্যেকটি দেশের শুল্ক হার অনুযায়ী ধার্য হবে।
সম্পূরক শুল্ক আরোপের পরিকল্পনার বিষয়ে ট্রাম্প বলেন, “আর খুব সহজভাবে, এটা, তারা যদি আমাদের ওপর আরোপ করে, আমরাও তাদের ওপর আরোপ করবো।”
যুক্তরাষ্ট্র সরকার ও আমেরিকান আয়রন এন্ড স্টিল ইনস্টিটিউটের তথ্যের বরাতে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইস্পাত আমদানির প্রধান উৎস কানাডা, ব্রাজিল ও মেক্সিকো, এরপর আছে দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম।
যুক্তরাষ্ট্রে অ্যালুমিনিয়াম ধাতুর বৃহত্তম সরবরাহকারী প্রতিবেশী কানাডা। ২০২৪ সালের প্রথম ১১ মাসের হিসাব অনুযায়ী, দেশটি যুক্তরাষ্ট্রের আমদানি করা অ্যালুমিনিয়ামের ৭৯ শতাংশ সরবরাহ করেছে।
কানাডার উদ্ভাবনমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে বলেন, “কানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়াম যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা, জাহাজ ও গাড়ি নির্মাণের মতো প্রধান শিল্পগুলোকে সমর্থন যুগিয়ে আসছে। আমরা কানাডা, আমাদের শ্রমিক ও আমাদের শিল্পের পক্ষে দাঁড়ানো অব্যাহত রাখবো।”
মেক্সিকো যুক্তরাষ্ট্রে অ্যালুমিনিয়াম স্ক্যার্প ও অ্যালুমিনিয়াম আকরিকের গুরুত্বপূর্ণ সরবরাহকারী দেশ।
ট্রাম্প আরও জানিয়েছেন যে, মার্কিন সরকার জাপানের নিপ্পন স্টিলকে ইউএস স্টিলে বিনিয়োগ করার অনুমোদন দিলেও তাদের প্রধান অংশীদারে পরিণত হতে দেবে না।
ইউএস স্টিলের বিষয়ে ট্রাম্প বলেন, “শুল্ক এটিকে (ইউএস স্টিল) আবার অনেক সফল করতে যাচ্ছে আর আমার মনে হয় এর বেশ ভালো ব্যবস্থাপনা আছে।”
ট্রাম্পের এই সর্বশেষ ঘোষণার বিষয়ে নিপ্পন স্টিল কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে রয়টার্স।