Published : 26 May 2024, 06:49 PM
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলের রাজধানী তেল আবিবে রকেট হামলা শুরু করেছে বলে জানিয়েছে।
প্রায় চারমাসের মধ্যে গোষ্ঠীটি এই প্রথম এমন হামলা শুরু করার কথা জানাল।
ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা থেকে অন্তত ৮ টি রকেট ছোড়া হয়েছে এবং এর কয়েকটি তারা ঠেকিয়েছে।
তবে এসব রকেট হামলায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। ইসরায়েলের সেনাবাহিনী গাজার রাফায় সামরিক অভিযান চালানোর মধ্যে তেল আবিবে হামাসের এই রকেট হামলা হল।
তেল আবিবের হারজলিয়া এবং পেতাহ তিভকা-সহ অন্যন্য শহর ও নগরীতে রকেট সাইরেন বেজেছে।
ইসরায়েলের গণমাধ্যম হারজলিয়ার একটি ভবনের বাগানে ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে থাকার ফুটেজ প্রকাশ করেছে। অন্য আরেকটি গণমাধ্যমে কাফর সাবা কেন্দ্রীয় শহরের কাছে একটি খোলা জায়গায় এসে পড়া একটি রকেটের আঘাতে বড় গর্ত দেখা গেছে।
ইন্সটাগ্রাম চ্যানেলে হামাসের সামরিক শাখা ইজ্জেদাইন আল-কাসাম ব্রিগেড বলেছে, তারা তেল আবিবে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে।