মধ্যরাতের ঠিক আগে নগরীর এমবাকাসি এলাকায় একটি গ্যাস রিফিলিং কোম্পানিতে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
Published : 02 Feb 2024, 11:46 AM
কেনিয়ার রাজধানী নাইরোবিতে গ্যাস বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত ও ২৭১ জন আহত হয়েছে।
শুক্রবার কর্তৃপক্ষ জানায়, মধ্যরাতের ঠিক আগে নগরীর এমবাকাসি এলাকায় একটি গ্যাস রিফিলিং কোম্পানিতে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
কেনিয়া সরকারের মুখপাত্র আইজ্যাক মাউরা সামাজিক মাধ্যম এক্স প্ল্যাটফর্মে বলেছেন, বিস্ফোরণে কোম্পানিটির ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, বিস্ফোরণের পর সৃষ্ট আগুন নিকটবর্তী একটি টেক্সটাইল ও পোশাকের গুদামে ছড়িয়ে পড়ে। আগুনে বেশ কয়েকটি গাড়ি, বাণিজ্যিক ও আবাসিক সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়।
“এর ফলে দুঃখজনকভাবে দুইজন কেনিয়ান প্রাণ হারান। নাইরোবি ওয়েস্ট হাসপাতালে নেওয়া হলেও তাদের বাঁচানো যায়নি,” বিবৃতিতে বলেছেন তিনি। এ ঘটনায় আরও ২২২ জন আহত হয়েছে বলেও জানান তিনি।
কেনিয়ার রেডক্রস জানিয়েছে, বিভিন্ন জরুরি ইউনিট নাইরোবির হাসপাতালগুলোতে আহতদেরকে ভর্তি করেছে।
ঘটনাস্থল থেকে তোলা রয়টার্সের এক ফটো সাংবাদিকের ছবিতে দেখা গেছে, মাটিতে একটি মৃতদেহ পড়ে আছে, সেটি কম্বল দিয়ে ঢেকে রাখা হয়েছে; কাছেই জ্বলন্ত কয়েকটি বাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে।
মাউরা জানান, দুর্ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে, উদ্ধার প্রচেষ্টায় সাহায্য করার জন্য একটি কমান্ড সেন্টার স্থাপন করা হয়েছে।