যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারি কারিন জন পিয়ের এক বিবৃতিতে জানান, বাইডেনের আমন্ত্রণে সাড়া দিয়ে হোয়াইট হাউজে যাচ্ছেন ট্রাম্প।
Published : 10 Nov 2024, 12:51 PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউজে সাক্ষাৎ করবেন।
শনিবার হোয়াইট হাউজের মুখপাত্র প্রেস সেক্রেটারি কারিন জন পিয়ের এক বিবৃতিতে জানান, বাইডেনের আমন্ত্রণে সাড়া দিয়ে হোয়াইট হাউজে যাচ্ছেন ট্রাম্প।
বিবৃতিতে পিয়ের বলেন, “প্রেসিডেন্ট বাইডেনের আমন্ত্রণে হোয়াইট হাউজে আসছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার তারা ওভাল দপ্তরে সাক্ষাৎ করবেন।”
যুক্তরাষ্ট্রের ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। ২০ জানুয়ারি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি।
এ নির্বাচনে বাইডেনই প্রথমে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। কিন্তু জুলাইয়ে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের বিরুদ্ধে এক বিপর্যয়কর বিতর্কের পর তাকে নির্বাচনি দৌঁড় থেকে সরিয়ে নেয় তার দল।
শনিবার সাংবাদিকরা বাইডেনকে জিজ্ঞেস করেন, ট্রাম্প গণতন্ত্রের জন্য হুমকি কি না; তখন মার্কিন প্রেসিডেন্ট বলেন, “বুধবার তার সঙ্গে আমার দেখা হচ্ছে।”
তবে এ সাক্ষাতে ট্রাম্পকে তিনি ‘কী বলবেন’, এমন প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি।
আরও পড়ুন:
অ্যারিজোনাতেও ট্রাম্পের জয়, অবশেষে এল পূর্ণাঙ্গ ফল