নতুন করে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বলেছে, তারা মধ্যস্থতাকারীদের কাছ থেকে চুক্তির বাধাগুলো দূর করার নিশ্চয়তা পেয়েছে।
Published : 13 Feb 2025, 07:21 PM
গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যেই ইসরাইলি জিম্মিদের মুক্তি দেওয়া অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তারা এই চুক্তি বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে।
মিশরের কায়রোতে আলোচনার পর হামাস বৃহস্পতিবার নতুন করে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের এই প্রতিশ্রুতি দিল। গোষ্ঠীটি বলেছে, মিশর ও কাতারের মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি চুক্তির বাধাগুলো দূর করবে বলে নিশ্চয়তা দিয়েছে।
হামাসের এই বক্তব্যে ইসরায়েল তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে মিশর ও কাতারের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থাতাকারীরা উভয়পক্ষের মধ্যকার ফাঁক পূরণ করেছে এবং উভয়ই যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।
ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে হামাস একদিন আগে ইসরায়েলি জিম্মি মুক্তি স্থগিত রাখার ঘোষণা দিলে ৪২ দিনের এই যুদ্ধবিরতি ভেঙে পড়ার ঝুঁকি সৃষ্টি হয়। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হুমকি দিয়ে বলেছিল, শনিবারের মধ্যে ইসরায়েলি জিম্মিদের ফেরত দেওয়া না হলে যুদ্ধবিরতির সমাপ্তি ঘটবে।
এরপরই হামাস জানাল তারা চায় না যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ুক। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডন্ট ডনাল্ড ট্রাম্প যে হুমকির সুরে কথা বলেছেন তা মেনে নেয়নি হামাস।
হামাসের অভিযোগ ছিল, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে জরুরি মানবিক ত্রাণ সঠিক পরিমাণে গাজায় ঢুকতে দেয়নি। তবে ইসরায়েল এ অভিযোগ অস্বীকার করেছে।