Published : 19 Sep 2024, 09:35 PM
ইসরাইল এবার দক্ষিণ লেবাননে বোমা হামলা চালিয়েছে। বৃহস্পতিবার এই হামলার পর তাদের দাবি, তারা ইরানের নেতৃত্বাধীন একটি হত্যা পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে। হিজবুল্লাহর ডিভাইস বিস্ফোরণের একদিন পরে এ হামলা চালাল ইসরায়েল।
পরপর দুইদিনের পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে ৩৭ জন নিহত এবং প্রায় ৩,০০০ জন আহত হয়েছে। বিস্ফোরণের পর লেবাননের সাধারণ মানুষের মধ্যে ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আতঙ্কিত বাসিন্দারা মোবাইল ফোন পরিত্যাগ করছে।
"এটি কোনও ছোট বিষয় নয়, এটি যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। মধ্য বৈরুতের কাছে একটি রাস্তায় দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দা মুস্তাফা সিবাল বলেন, “গতকাল যা ঘটেছে তা শোনার পর আমি আমার ফোন মোটরসাইকেলে রেখে চলে যাই।”
লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, বৈরুতে দূর থেকে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। সাম্প্রতিক সময়ে এই শব্দ স্থানীয় মানুষের কাছে স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
ইসরায়েল জানিয়েছে, তাদের যুদ্ধবিমান রাতভর দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে হামলা চালিয়েছে এবং একটি নিরাপত্তা সূত্র ও হিজবুল্লাহর আল-মানার টেলিভিশন জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরের পর সীমান্তের কাছে বিমান হামলা আবার শুরু হয়েছে।
বুধবার লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত ও ৬০৮ জনের মতো আহত হয়। হামলায় ইসরায়েল জড়িত বলে দাবি করেছিলেন বিশ্লেষকরা।
এর আগে, মঙ্গলবার লেবাননের কয়েকটি জায়গায় হিজবুল্লাহকে লক্ষ্য করে চালানো ডিভাইস হামলায় অন্তত ১২ জন নিহত ও আরো অন্তত ২,৩০০ জন আহত হয়।
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি তার দেশের বিরুদ্ধে ইসরাইলের 'আগ্রাসন' ও 'প্রযুক্তিগত যুদ্ধ' বন্ধে দৃঢ় অবস্থান নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছেন।
ওয়াকিটকি ও পেজার নিয়ে ইসরায়েল সরাসরি কোনও মন্তব্য না করলেও একাধিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ এই হামলা চালিয়েছে।
ইসরায়েল বলছে, ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে গাজায় যুদ্ধের মতো হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের এই যুদ্ধ আঞ্চলিক সংঘাতের অংশ।
বৃহস্পতিবার ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ঘোষণা করেছে, গত মাসে ইরানে কমপক্ষে দুটি বৈঠকে অংশ নেওয়ার পরে একজন ইসরায়েলি ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দাবি ওই বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা সংস্থার প্রধান শিন বেটকে হত্যা পরিকল্পনা করা হয়েছিল।
গত সপ্তাহে শিন বেট সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালনকে হত্যার জন্য হিজবুল্লাহর একটি ষড়যন্ত্র উন্মোচন করেন।
তেহরানে একটি বিস্ফোরণে হামাসের নেতা নিহত এবং জুলাইয়ে বৈরুতের শহরতলিতে কয়েক ঘণ্টার ব্যবধানে হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করাসহ গুপ্তহত্যার অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে।
গত কয়েকদিনের কয়েকটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পরও দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের এক মুখপাত্র বলেছেন, দুই পক্ষের মধ্যে সংঘাতে সীমান্তের পরিস্থিতির খুব বেশি পরিবর্তন হয়নি।
“গত সপ্তাহে পরিস্থিতি বেশ উদ্বেগজনক ছিল। এ সপ্তাহেও কমবেশি একই অবস্থা। এখনও গুলি বিনিময় হচ্ছে,” রয়টার্সকে বলেছেন মুখপাত্র আন্দ্রেয়া টেনেন্টি।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের চিহিন, তাইবে, ব্লিদা, মেইস এল জাবাল, আইতারুন ও কাফারকেলায় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে রাতভর বিমান হামলা চালিয়েছে।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, লেবানন থেকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি বেসামরিক নাগরিক আহত হয়েছে, তবে কোনও আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।
বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট বলেছেন, যুদ্ধ নতুন পর্যায়ে যাচ্ছে এবং আরও সম্পদ ও সামরিক ইউনিট এখন উত্তরাঞ্চলীয় সীমান্তে মোতায়েন করা হচ্ছে।