ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিহত তিন ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি। শুধু ভয়েস অব প্যালেস্টিনিয়ান রেডিওর প্রতিবেদনে বলা হয়, জেনিনের ইবনে সিনা হাসপাতালে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
Published : 30 Jan 2024, 05:18 PM
অধিকৃত পশ্চিম তীরে একটি হাসপাতালে তিনজন বন্দুকধারীকে হত্যা করেছে ইসরায়েল। তারা ফিলিস্তিনিদের ছদ্মবেশে ছিল বলে জানিয়েছে ইসরায়েলের পুলিশ ও সামরিক বাহিনী।
মঙ্গলবারের অভিযানে নিহত তিনজনের একজন ‘একটি আসন্ন হামলার পরিকল্পনা করার জন্য এবং বাকি দুইজন সাম্প্রতিক সহিংসতায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ছিল’ বলে দাবি করে ইসরায়েলি বাহিনী।
অনলাইনে ইসরায়েলের এই অভিযানের সিসিটিভি ফুটজ ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, প্রায় এক ডজন ছদ্মবেশী সেনা, যাদের মধ্যে তিনজন নারীর ছদ্মবেশ ধারণ করেছিলেন, দুই জন চিকিৎসাকর্মীর ছদ্মবেশে জেনিনের ইবনে সিনা হাসপাতালের করিডর ধরে এগিয়ে যাচ্ছেন। তাদের সবার হাতে অ্যাসল্ট রাইফেল।
বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে এ ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।
এ বিষয়ে ইসরায়েলি সীমান্ত পুলিশের পক্ষ থেকে বলা হয়, সেনাবাহিনীর সাদা পোশাকের ইউনিটের একটি অভিযানে তিন ফিলিস্তিনি বন্দুকধারী নিহত হয়েছে। তাদের মধ্যে একজন হামাসের সদস্য বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিহত তিন ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি। শুধু ভয়েস অব প্যালেস্টিনিয়ান রেডিওর প্রতিবেদনে বলা হয়, জেনিনের ইবনে সিনা হাসপাতালে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।