খারাপ আবহাওয়ার মধ্যে যুক্তরাষ্ট্রজুড়ে সাত হাজারেরও বেশি ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়েছে এবং দুইশরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে।
Published : 29 Dec 2024, 02:27 PM
যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলে প্রাণঘাতী টর্নেডো ও পশ্চিম উপকূলে ভারি তুষারপাত ও ঝড়ের কারণে ছুটির দিনে ভ্রমণ বিঘ্নিত হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে দেশজুড়ে হাজার হাজার ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়েছে আর কয়েকশ বাতিল হয়েছে।
ফ্লাইটঅ্যাওয়ার ট্র্যাকিং সাইটের বরাতে রয়টার্স জানিয়েছে, শনিবার যুক্তরাষ্ট্রজুড়ে সাত হাজারেরও বেশি ফ্লাইট ছাড়তে দেরি হয়েছে এবং দুইশরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে।
এক তৃতীয়াংশ ফ্লাইট বিলম্বের ঘটনা ঘটেছে জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরে আর প্রায় অর্ধেক ফ্লাইট বিলম্বের ঘটনা ঘটেছে টেক্সাস অঙ্গরাজ্যের ডলাস ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দর ও হিউস্টনের জর্জ ডব্লিউ বুশ আন্তঃমহাদেশীয় বিমানবন্দরে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা ও স্থানীয় আইন প্রয়োগকারীরা জানিয়েছে, দক্ষিণপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাস, লুইজিয়ানা এবং মিসিসিপিতে শনিবার অন্তত ১০টি টর্নেডো তাণ্ডব চালিয়েছে।
জাতীয় আবহাওয়া পরিষেবার ঝড় পূর্বাভাস কেন্দ্রের আবহাওয়াবিদ অ্যারন গ্লিসন বলেছেন, “এই সংখ্যাগুলো সম্ভবত বাড়বে।”
টর্নেডোতে হিউস্টন থেকে প্রায় ৪৫ মাইল দক্ষিণে ব্রাজোরিয়া কাউন্টিতে একজন নিহত ও আরও চারজন আহত হয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, বহু ঘরবাড়ি ও স্কুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক মাধ্যমে আসা ছবিগুলোতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘরবাড়ির ধ্বংসাবশেষ, ভেঙে পড়া গাছপালা ও বৈদ্যুতিক খুঁটিগুলোকে রাস্তাগুলোতে ও লনগুলোতে এলোমেলোভাবে পড়ে থাকতে দেখা গেছে।
পশ্চিমাঞ্চলীয় ক্যালিফোর্নিয়ার সুউচ্চ টাহো বেসিনে ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ মাইল আর নিচু এলাকাগুলোতে ঘণ্টায় ৫০ মাইল বেগে ঝড় বয়ে যায়।
আবহাওয়ার পূর্বাভাসে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো থেকে উত্তর দিকে ওরেগনের পোর্টল্যান্ড পর্যন্ত অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এই অঞ্চলে চলতি বছরের শেষ দিনের আগে চার থেকে ছয় ইঞ্চি বৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে আর একই সময় টাহো হ্রদ অঞ্চলে তিন ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে।
আবহাওয়া পরিষেবা সতর্ক করে বলেছে, “প্রবল ঝড়ো বাতাসে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়তে পারে, এতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা আছে।”