যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপকালে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে পুতিন ইউক্রেইনের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছেন বলে অভিযোগ জেলেনস্কির।
Published : 19 Mar 2025, 05:52 PM
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেছেন।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপকালে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে পুতিন ইউক্রেইনের জ্বালানি স্থাপণাপগুলোতে হামলা চালাচ্ছেন বলে অভিযোগ জেলেনস্কির।
‘পুতিনের কথা বাস্তবতার সঙ্গে খুবই বেমানান’ বলে মন্তব্য করেছেন তিনি। ফিনল্যান্ডে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলাপের পর পুতিন বলেছিলেন, তিনি ইউক্রেইনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের নির্দেশ দিচ্ছেন।
কিন্তু তারপরও গত রাতে ইউক্রেইনের পাশাপাশি জ্বালানি অবকাঠামোসহ অন্যান্য লক্ষ্যবস্তুতে ১৫০ টি ড্রোন হামলা হয়েছে। পরিবহণের ওপর হামলা হয়েছে। দুটো হাসপাতালে হামলা হয়েছে”, বলেন জেলেনস্কি।
অথচ ট্রাম্পের সঙ্গে মঙ্গলবারের ফোনালাপে পুতিন ৩০ দিনের জন্য ইউক্রেইনের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা বন্ধ রাখতে রাজি হয়েছিলেন। যদিও ট্রাম্পের প্রত্যাশামতো ইউক্রেইনে একমাসের পূর্ণ যুদ্ধবিরতি করতে তিনি রাজি হননি।
বিবিসি জানায়, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ও ইউক্রেইনের বিরুদ্ধে তেল মজুদের ডিপোর ওপর হামলা চালানোর পাল্টা অভিযোগ করেছে এবং একে ইচ্ছাকৃত উস্কানি আখ্যা দিয়েছে।