গায়েমির প্রভাবে চীনের বহু অঞ্চলে ব্যাপক বৃষ্টি হওয়ায় বন্যা ঝুঁকি সতর্কতা জারি রাখা হয়েছে।
Published : 28 Jul 2024, 05:22 PM
টাইফুন গায়েমি দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে রূপ নেওয়ার পর এর প্রভাবে চীনের দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টি হচ্ছে, এর মধ্যেই এক ভূমিধসে সেখানে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।
এর পাশাপাশি দেশটির উত্তরপূর্বাঞ্চলে হঠাৎ বন্যা ও অন্যান্য অঞ্চলে রেল চলাচলে বিঘ্ন ঘটেছে বলে রোববার গণমাধ্যমের খবরগুলোতে বলা হয়েছে।
রয়টার্স জানিয়েছে, এদিন গায়েমির ঝড়ো বাতাস অনেকটাই স্তিমিত হয়ে এসেছে, কিন্তু এর প্রভাবে চীনের বহু অঞ্চলে ব্যাপক বৃষ্টি হওয়ায় বন্যা ঝুঁকি সতর্কতা জারি রাখা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে সতর্ক করে বলা হয়েছে, গায়েমির বিশাল মেঘবহর জলাবদ্ধ শহরগুলোতে এখনও প্রচুর বৃষ্টি ঝড়াতে পারে।
দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে হুনান প্রদেশের হেংইয়াং শহরের কাছে ভূমিধসের ঘটনাটি ঘটে, এতে ১৮ জন চাপা পড়ার পর ১২ জনের মৃত্যু হয় আর আহত ছয়জনকে উদ্ধার করা হয়।
রোববারও প্রদেশজুড়ে ভারি বৃষ্টিপাত চলতে থাকায় হুনানের কর্তৃপক্ষ বন্যা সতর্কতা জারি করেছে।
সিসিটিভি জানিয়েছে, বন্যার মধ্যে উদ্ধার অভিযান চালাতে গিয়ে জিলিন প্রদেশের লিনজিং শহরের ডেপুটি মেয়রসহ দুই কর্মকর্তা নিখোঁজ হয়েছেন।
চীনের উত্তরপূর্বাঞ্চলে বন্যার ঝুঁকি এড়াতে ওই অঞ্চলের ২৭ হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয় এবং শত শত কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত প্রায় ৮টার দিকে গায়েমি তাইওয়ান প্রণালী পার হয়ে চীনের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ ফুজিয়ানের উপকূল দিয়ে স্থলে উঠে আসে। এটি চলতি বছর চীনের পূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হানা তৃতীয় ও সবচেয়ে শক্তিশালী টাইফুন। শুক্রবার গায়েমি ফুজিয়ান প্রদেশের শহরগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়ার সময় প্রবল ঝড় ও ভারি বৃষ্টির কারণ হয়।
এরপর টাইফুনটি দক্ষিণপূর্ব উপকূল থেকে দেশটির ভেতরের উত্তরপূর্বাঞ্চলের জনবহুল এলাকার দিকে এগিয়ে যায়।
রয়টার্স জানিয়েছে, চীনের আঘাত হানার আগে ফিলিপিন্সে ও তাইওয়ানে গায়েমির প্রভাব ও তাণ্ডবে বহু মানুষের মৃত্যু হয়। ফিলিপিন্সের উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কার ও তাইওয়ানের উপকূলে একটি মালাবাহী জাহাজ ডুবে যায়। টাইফুনটির প্রভাবে ভারি বৃষ্টির কারণে দেশ দুটিতে হঠাৎ ব্যাপক বন্যা ও বহু ভূমিধসের ঘটনা ঘটে।
সিনহুয়া জানিয়েছে, গায়েমির কারণে চীনের ফুজিয়ান প্রদেশে প্রায় ৬ লাখ ৩০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের প্রায় অর্ধেককে তাদের ঘরবাড়ি থেকে অন্য এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
চীনে টাইফুন গায়েমি: সরানো হল ২৭ হাজার মানুষকে, বন্ধ কল-কারখানা