সুইডেনে দ্বিতীয় কোরান পোড়ানের পরিকল্পনার প্রতিবাদে ইরাকের প্রভাবশালী শিয়া ইমাম মুকতাদা সদরের সমর্থকরা বাগদাদে বিক্ষোভের ডাক দিয়েছিল।
Published : 20 Jul 2023, 12:37 PM
সুইডেনে কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো কোরান শরীফ পোড়ানের পরিকল্পনাকে কেন্দ্র করে ইরাকের রাজধানী বাগদাদে দেশটির দূতাবাসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুররাতে কয়েকশ প্রতিবাদকারী বাগদাদের কেন্দ্রস্থলে অবস্থিত সুইডিশ দূতাবাসের দেয়াল টপকে ভেতরে ঢুকে ভাংচুর চালায় ও আগুন ধরিয়ে দেয়।
সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনংযোগ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাগদাদ দূতাবাসের সব কর্মী নিরাপদ আছেন।
বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে কূটনৈতিক মিশনগুলো রক্ষার জন্য ইরাকি কর্তৃপক্ষের আরও তৎপর হওয়া দরকার বলে মন্তব্য করা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের প্রভাবশালী শিয়া ইমাম মুকতাদা সদরের সঙ্গে সংশ্লিষ্ট জনপ্রিয় একটি টেলিগ্রাম গ্রুপের করা পোস্ট ও অন্য সদরপন্থি গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, বৃহস্পতিবার সুইডেনে দ্বিতীয় কোরান পোড়ানের পরিকল্পনার প্রতিবাদে সদরের সমর্থকরা এই বিক্ষোভের ডাক দিয়েছিল।
সদর ইরাকের সবচেয়ে প্রভাবশালী নেতাদের অন্যতম। দেশটিতে তার লাখ লাখ অনুসারী আছে। তার এক ডাকেই এসব অনুসারী রাস্তায় নেমে আসে। গত গ্রীষ্মে তারা বাগদাদের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোন দখল করে প্রাণঘাতী সংঘর্ষে জড়িয়েছিল।
বুধবার সুইডেনের বার্তা সংস্থা টিটির প্রতিবেদনে বলা হয়, স্টকহোমের ইরাকি দূতাবাসের সামনে বৃহস্পতিবার একটি জনসভা করার অনুমতি দিয়েছে সুইডেন পুলিশ। আবেদনে আবেদনকারী জানিয়েছেন, তারা সেখানে কোরান ও ইরাকি পতাকা পোড়াতে চান।
টেলিগ্রাম গ্রুপ ‘ওয়ান বাগদাদে’ পোস্ট করা ধারাবাহিক কয়েকটি ভিডিওতে দেখা গেছে, স্থানীয় সময় রাত ১টায় বাগদাদের সুইডেন দূতাবাসের আশপাশে লোকজন জমায়েত হয়ে সদরের নামে শ্লোগান দিচ্ছে, এর ঘণ্টাখানেক পর তারা দূতাবাস কমপ্লেক্সে হামলা চালায়।
পরবর্তী ভিডিওগুলোতে দেখা যায়, দূতাবাসের একটি ভবন থেকে ধোঁয়া উঠছে এবং প্রতিবাদকারীরা সেটির ছাদে দাঁড়িয়ে আছেন।
রয়টার্স স্বতন্ত্রভাবে এসব ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সুইডেন দূতাবাসে হামলার নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, ঘটনার দ্রুত তদন্ত করে হামলাকারীদের শনাক্ত ও তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছে ইরাভিয়ে কের সরকার।
বৃহস্পতিবার ভোরের দিকে দূতাবাসের ভেতরে নিরাপত্তা বাহিনী সদস্যদের মোতায়েন করা হয়। দূতাবাসটি থেকে তখনও ধোঁয়া উঠছিল এবং দমকল কর্মীরা ধিকি ধিকি করে জ্বলতে থাকা আগুন নিভিয়ে ফেলেন বলে রয়টার্সের প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানিয়েছেন।
ততক্ষণে অধিকাংশ প্রতিবাদকারী সেখান থেকে চলে গিয়েছেন, তবে কয়েক ডজন তখনও সেখানে ঘোরাঘুরি করছিলেন।
গত মাসে সুইডেনের রাজধানী স্টকহোমের একটি মসজিদের সামনে এক ইরাকি অভিবাসী একটি কোরআন পুড়িয়ে দেন। যে ঘটনায় মুসলিম বিশ্ব থেকে সমালোচনার ঝড় ওঠে এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
গত মাসের শেষ দিকে সদর স্টকহোমে কোরান পোড়ানোর ঘটনায় সুইডেনের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়েছিলেন এবং ইরাক থেকে দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কারের আহ্বান জানিয়েছিলেন।
সুইডেনের পুলিশ একটি নৃতাত্ত্বিক বা জাতিগত গোষ্ঠীর বিরুদ্ধে উত্তেজনা ছড়ানোর অভিযোগে ওই অভিবাসী ইরাকি বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
কোরআন পোড়ানো: ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে জাতিসংঘে রেজ্যুলেশন পাস