দেশজুড়ে হওয়া বিক্ষোভের রাশ টেনে ধরতে সরকার সোশ্যাল মিডিয়ার পোস্ট ধরে এই আটক অভিযান চালিয়েছে বলে মনে করা হচ্ছে।
Published : 20 Mar 2025, 06:37 PM
ইস্তাম্বুলের মেয়র ইকরাম ইমামোগলুকে গ্রেপ্তারের পর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘উসকানিমূলক’ পোস্ট দেওয়ার অভিযোগে ৩৭ জনকে আটক করার কথা জানিয়েছে তুরস্কের সরকার।
দেশজুড়ে হওয়া বিক্ষোভের রাশ টেনে ধরতে সরকার সোশ্যাল মিডিয়ার পোস্ট ধরে এই আটক অভিযান চালিয়েছে বলে মনে করা হচ্ছে।
প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইমামোগলুকে দুর্নীতি ও সন্ত্রাসী সংগঠনকে সহায়তা দেওয়াসহ একাধিক অভিযোগে বুধবার গ্রেপ্তার করা হয়।
বিরোধীদল সিএইচপি এই গ্রেপ্তারের নিন্দা জানিয়ে একে ‘পরবর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টা’ অ্যাখ্যা দিয়েছে।
ইমামোগলুকে গ্রেপ্তারের পরপরই কর্তৃপক্ষ সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিলেও ইস্তাম্বুল ও রাজধানী আঙ্কারার একাধিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও সড়কগুলোতে হাজারো মানুষের বিক্ষোভ দেখা গেছে।
বৃহস্পতিবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া এক্সে এক পোস্টে জানান, ইমামোগলু ও আরও ১০৫ জনকে গ্রেপ্তারের ঘটনায় ‘অপরাধ ও বিদ্বেষ উসকে দেওয়া পোস্ট’ দেওয়া ২৬১টি অ্যাকাউন্ট চিহ্নিত করেছে কর্তৃপক্ষ, এ অ্যাকাউন্টগুলোর মধ্যে ৬২টি বিদেশ থেকে চালানো হয়। বাকি সন্দেহভাজনদের ধরতেও অভিযান চলছে।
বুধবার ইমামোগলুকে গ্রেপ্তারের পর ২৪ ঘণ্টায় এক্সে তাকে নিয়ে পৌনে দুই কোটি পোস্ট শেয়ার হয়েছে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।
কোনো কোনো জনমত জরিপে ৫৪ বছর বয়সী ইমামোগলুর জনপ্রিয়তা প্রেসিডেন্ট এরদোয়ানের চেয়ে বেশি দেখা গেছে।
তুরস্কে 'এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী' ইস্তাম্বুলের মেয়র আটক
সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি কর্তৃপক্ষ ইস্তাম্বুলের অনেক সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে এবং কিছু কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে।
“তারা তড়িঘড়ি করে আমাদের মেয়রকে ধরে নিয়ে গেছে, যিনি আমাদের ভোটে নির্বাচিত হয়েছিলেন। আমি মনে করি না, এটা গণতান্ত্রিক চর্চা। আমি এর নিন্দা জানাই,” মধ্য ইস্তাম্বুলের কর্মস্থলে যাওয়ার পথে এমনটাই বলেন বিরোধীদলের এক সমর্থক আলী ইজার।
তুরস্কের কর্তৃপক্ষ ইমামোগলুর মালিকানা আছে এমন একটি ভবন নির্মাণ কোম্পানিও জব্দ করেছে বলে জানিয়েছে ইস্তাম্বুলের প্রধান সরকারি কৌসুলির কার্যালয়।
আর্থিক অপরাধজনিত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালতের নির্দেশের ভিত্তিতেই ইমামোগলুর নির্মাণ কোম্পানি, ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান জব্দ করা হয়েছে, বলেছে তারা।
“জনগণ এর বিরুদ্ধে ফের প্রতিবাদ জানাবে। আপনারা গতকাল যেমন দেখেছেন, সবাই রাস্তায় নেমে এসেছে। সবাই চত্বরে নেমে পড়েছে। এই চত্বর আর ব্যালট বাক্সে আপনারা ফল দেখবেন। আমি বলবো, যিনি ন্যায়ের পক্ষে থাকবেন, তিনিই জিতবেন,” বলেছেন ইমামোগলুর আরেক সমর্থক, ৩৪ বছর বয়সী ইউসুফ ডেমিরসি।