চীনের বৃহত্তম শহর ও বাণিজ্য কেন্দ্র সাংহাইয়ে ৭০ বছরেরও বেশি সময়ের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি।
Published : 16 Sep 2024, 03:00 PM
চীনের বৃহত্তম শহর ও বাণিজ্য কেন্দ্র সাংহাইয়ে সাত দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটি টাইফুন সরাসরি আঘাত হেনেছে।
সোমবার স্থানীয় সময় সকালে প্রথম মাত্রার টাইফুন বেবিনকা সাংহাই দিয়ে স্থলে উঠে আসে, এর কারণে নগরীটির ব্যস্ত জীবনে স্থবিরতা নেমে আসে।
চীনের রাষ্ট্রায়ত্ত গণামধ্যম জানায়, সকাল ৭টা ৩০ মিনিটের দিকে দমকা হাওয়াসহ ঘণ্টায় একটানা সর্বোচ্চ ১৫১ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে বেবিনকার কেন্দ্রটি আড়াই কোটি বাসিন্দার শহরটিতে হাজির হয়। ১৯৪৯ সালে সাংহাইয়ে আঘাত হানা টাইফুন গ্লোরিয়ার পর থেকে এটা সবচেয়ে শক্তিশালী ঝড়।
বেবিনকার এগিয়ে যাওয়ার পথ বরাবর পড়া ঝুঁকিপূর্ণ বাড়িগুলো থেকে চার লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রবল ঝড়ো বাতাস সাংহাইয়ের ১০ হাজারেরও বেশি গাছ উপড়ে পড়েছে। নগরীজুড়ে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে।
সাংহাইজুড়ে ৫৬ হাজারেরও বেশি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। দুপুর পর্যন্ত ঝড়ে মাত্র একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঝড়ের কারণে রোববার সন্ধ্যা থেকে নগরীর দুইটি বিমানবন্দরের অন্তত ১৪০০ ফ্লাইট ও ৫৭০টিরও বেশি যাত্রীবাহী ট্রেসের সূচী বাতিল করা হয়েছে। এতে তিন দিনের মধ্য শরৎ উৎসবের ছুটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করা লোকজনের ভ্রমণ বিঘ্নিত হয়েছে।
রয়টার্স জানায়, সাংহাইয়ের চারটি জেলায় আবহাওয়া সতর্কতা সম্ভাব্য সর্বোচ্চ স্তরে উন্নিত করা হয়েছে। সেখানে পার্ক ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে। কিছু মেট্রো ট্রেন পরিষেবার বিঘ্ন ঘটেছে আর মহাসড়ক ও উড়ালপথগুলোতে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে অথবা কোথাও কোথাও বিশেষ গতিসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
সাংহাই ডিজনি রিজোর্ট, জিনজিয়াং বিনোদন পার্ক ও সাংহাই বন্য প্রাণী পার্ক আপৎকালীন সময় পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। বহু ফেরি পারাপর বন্ধ রাখা হয়েছে।
সোমবার দুপুরের মধ্যে টাইফুন বেবিনকার কেন্দ্রটি সাংহাই অতিক্রম করে প্রতিবেশী জিয়াংসু প্রদেশে প্রবেশ করেছে। তবে এদিনের বাকি সময়ও সাংহাইজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।