রাজধানী আসুনসিঅন থেকে ১৮০ কিলোমিটার দূরের একটি এলাকা থেকে শনিবার আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
Published : 03 Dec 2023, 12:49 PM
প্যারাগুয়েতে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দেশটির ক্ষমতাসীন দলের একজন পার্লামেন্ট সদস্য এবং তার তিন সহযোগী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত এমপির নাম ওয়াল্টার হার্মস। শনিবার রাজধানী আসুনসিঅন থেকে ১৮০ কিলোমিটার দূরের একটি এলাকা থেকে আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) এ দেওয়া এক পোস্টে প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা লেখেন, “আমাদের সহকর্মী, বন্ধু ও স্বপ্নদ্রষ্টা ভাই ওয়াল্টার হার্মসের মৃত্যুর খবর পেয়ে আমি গভীরভাবে শোকাহত।”
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি মাঠে উড়োজাহাজের ধ্বংসাবশেষ পড়ে আছে। সেখানে আগুন জ্বলছে।
Small plane crashes in Paraguay, killing lawmaker Walter Harms of the ruling party and 3 members of his team pic.twitter.com/rhvpIDZ6uo
— BNO News (@BNONews) December 2, 2023
উড়োজাহাজটি উড্ডয়নের সময় একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সেটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে পুলিশ। জ্বলন্ত অবস্থায় সেটি মাটিতে আছড়ে পড়ে।