নিউ অরলিনন্সে মানুষের ভিড়ে ট্রাক উঠিয়ে দেওয়া এই ব্যক্তি ইসলামিক স্টেটের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। ঘৃণা করতেন গান, মাদক ও মদ।
Published : 03 Jan 2025, 05:00 PM
যুক্তরাষ্ট্রে লুইজিয়ানা রাজ্যের নিউ অরলিন্স শহরে নতুন বছর উদযাপনের সময় মানুষের ভিড়ে ট্রাক হানার ঘটনায় শামসুদ্দিন জব্বার একাই জড়িত ছিলেন। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রতি অনুগত্য প্রকাশ করেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এ তথ্য জানিয়েছে।
এর আগে, এই হামলার ঘটনায় ‘একাধিক ব্যক্তি জড়িত ছিলেন’ বলে ধারণা প্রকাশ করেছিল কর্তৃপক্ষ। গত বুধবার ভিড়ের মধ্যে ট্রাক চালিয়ে দেওয়ার ওই ঘটনায় ১৫ জন নিহত হন। আহত হন বেশ কয়েকজন। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ চলাকালে নিহত হন হামলাকারী জব্বারও।
ঘটনার তদন্ত শুরুর পর জব্বারের সম্পর্কে বেরিয়ে আসছে একের পর এক এসব তথ্য। হামলা ঘটনার আগে জব্বারের ধারণ করা কিছু ভিডিও রেকর্ডিং থেকে জানা গেছে তিনি গান, মাদক ও মদ ঘৃণা করতেন।
এফবিআই বৃহস্পতিবার জানায়, টেক্সাসের ৪২ বছর বয়সী মার্কিন সেনাবাহিনীর সাবেক সদস্য শামসুদদীন জব্বার একসময় আফগানিস্তানেও ছিলেন। নিউ অরলিয়েন্সে তিনি একাই হামলা চালান। এফবিআই এর এই বক্তব্য তাদের এর আগে উল্লেখ করা বক্তব্যের বিপরীত।
হামলাটিকে সন্ত্রাসী তৎপরতা আখ্যা দিয়েছে এফবিআই। সংস্থাটির উপসহকারী পরিচালক ক্রিস্টোফার রায়া এক সংবাত সম্মেলনে বলেন, “হামলাটি ছিল পূর্বপরিকল্পিত।” আইএস এর কাছ থেকে শামসুদ্দীন জব্বারের অনুপ্রাণিত হওয়ার কথাও এ সময় উল্লেখ করেন তিনি।
রায়া জানান, মার্কিন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও সাবেক রিয়েল এস্টেট এজেন্ট শামসুদ্দিন জব্বার কীভাবে আইএস থেকে অনুপ্রাণিত হয়ে উগ্রবাদে জড়িয়েছিলেন তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
নিউ অরলিন্সের হামলায় ব্যবহৃত ভাড়া করা ট্রাকটিতে আইএস এর পতাকা উড়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযানে আইএস দুর্বল হয়ে পড়লেও জঙ্গি গোষ্ঠীটি অনলাইনে দলে নিয়োগ অব্যাহত রেখেছে।
জব্বারের সৎ ভাই তাকে স্মার্ট, নম্র, সহানুভূতিশীল এবং ঠাণ্ডা মেজাজের বলে বর্ণনা করেছেন। তবে সম্প্রতি জব্বারের বিবাহ বিচ্ছেদের কথা উল্লেখ করেছেন তিনি। বিবাহ বিচ্ছেদের পর জব্বারের মধ্যে হুট করে রেগে যাওয়ার প্রবণতা দেখা দিয়েছিল।
টেক্সাসের বিউমন্টে নিজের বাড়িতে বসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শামসুদ্দিন জব্বারের ভাই তার এমন কর্মকাণ্ডে হতবাক বলে জানিয়েছেন।
তিনি বলেন, “এই নৃশংস হামলা তার মতো মানুষের পক্ষে করা সম্ভব নয়।” খবর শুনে তাদের বাবা কান্নায় ভেঙে পড়ে বলেন, “এই কাজ আমার বড় ছেলে করেনি।”
নিউ অরলিন্সের বোরবন স্ট্রিটে ট্রাক হামলা এবং লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের বাইরে বিস্ফোরণ নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রকে অস্থির করেছে।
তবে, এফবিআই দুটি ঘটনার মধ্যে কোনও সুনির্দিষ্ট যোগসূত্র খুঁজে পায়নি। নিরাপত্তা নিশ্চিত করতে আসন্ন জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ।
শামসুদ্দিন জব্বার ২০–৩০ বছর আগে ইসলাম ধর্ম ত্যাগ করেছিলেন। কিন্তু তিনি সম্প্রতি আবার নিজ ধর্মে ফিরেন বলে নিশ্চিত করেছে তার ভাই।
আবদুর রহিম জব্বার নিশ্চিত করেছেন যে, তার সৎ ভাই শামসুদ্দিন জব্বার সাউন্ডক্লাউডে ধর্মীয় রেকর্ডিং পোস্ট করেছেন। রেকর্ডিংয়ে, জব্বার সংগীতকে ‘শয়তানের কণ্ঠস্বর’ বলে নিন্দা করেছিলেন। তিনি মাদক, অ্যালকোহলেরও সমালোচনা করেন।
তবে এফবিআই এবং সাউন্ডক্লাউড এই রেকর্ডিংয়ের বিষয়ে কোনও মন্তব্য করেনি। রয়টার্স লিখেছে, জব্বার পারিবারিক ও আর্থিক টানাপোড়েনে ভুগছিলেন।
২০২২ সালের সেপ্টেম্বরে শামসুদ্দিন জব্বারের বিবাহবিচ্ছেদ হয়। তিনি এক সন্তানের বাবা। ২০২৩ সালে বাবার স্ট্রোকসহ ব্যক্তিগত সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছিলেন তিনি।
৩১ ডিসেম্বর হিউস্টন থেকে নিউ অরলিন্সে গাড়ি চালিয়ে যান জব্বার। এফবিআই জানিয়েছে, হামলার কয়েক ঘণ্টা আগে, রাত ১টা ২৯ মিনিট থেকে ৩টা ২ মিনিটের মধ্যে তিনি আইএসের প্রতি সমর্থন ঘোষণা করে পাঁচটি ফেসবুক ভিডিও পোস্ট করেছিলেন।
এফবিআই-য়ের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ক্রিস্টোফার রায়া বলেন, প্রথম ভিডিওতে তিনি পরিবার ও বন্ধুদের ক্ষতি করার কথা ভেবেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি পরিকল্পনা পরিবর্তন করেন।
জব্বার দাবি করেন, গত গ্রীষ্মে তিনি আইএস- এ যোগ দেন এবং ভিডিওতে তার শেষ ইচ্ছা ও ওসিয়তনামা অন্তর্ভুক্ত করেন।