আল শাবাব প্রায়ই কেনিয়া ও সোমালিয়ার সীমান্তের দুই পাশে উভয় দেশের সামরিক ও বেসামরিক লক্ষ্যস্থলে হামলা চালায়।
Published : 24 Mar 2025, 01:52 PM
কেনিয়ার পূর্বাঞ্চলে সোমালিয়ার সীমান্তের কাছে সন্দেহভাজন আল শাবাব জঙ্গিদের হামলায় অন্তত ছয় পুলিশ সদস্য নিহত ও আরও চারজন আহত হয়েছেন।
রোববার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে গারিসা কাউন্টির একটি পুলিশ ফাঁড়িতে হামলার এ ঘটনাটি ঘটে, জানিয়েছে পুলিশ।
গণমাধ্যমের কাছে পাঠানো পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমালিয়ার আল কায়েদার মিত্র গোষ্ঠী আল শাবাবের সন্দেহভাজন যোদ্ধারা হামলাটি চালিয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, “ওই গোষ্ঠীটির হামলাকারীরা ভোরে রিজার্ভ পুলিশের একটি ফাঁড়িতে হামলা চালায়। তারা ফাঁড়িটি আক্রমণ করতে বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে।”
রয়টার্স জানিয়েছে, আল শাবাব প্রায়ই ওই এলাকায় সীমান্তের দুই পাশেই উভয় দেশের সামরিক ও বেসামরিক লক্ষ্যস্থলে হামলা চালায়।
আনুষ্ঠানিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও গারিসা কাউন্টির কমিশনার মোহামেদ মওয়াবুদজো বিবিসিকে জানান, সোমালিয়ার জঙ্গি গোষ্ঠী আল শাবাবের অভিযানের ধরনের সঙ্গে এ হামলার মিল রয়েছে।
তিনি জানান, কর্মকর্তারা ফজরের নামাজের প্রস্তুতি নেওয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয়।
গত মঙ্গলবার কেনিয়ার মার্কিন দূতাবাস এক সতর্কতা জারি করে তাদের দেশের নাগরিকদের সন্ত্রাসবাদের হুমকির কারণে গারিসাসহ সোমালিয়ার সীমান্ত সংলগ্ন অন্য কাউন্টিগুলোর কিছু এলাকায় ভ্রমণ না করার পরামর্শ দেয়।
আল শাবাব সোমালিয়ার কেন্দ্রীয় সরকারকে উচ্ছেদ ও আফ্রিকায় শিং অঞ্চলের দেশটিতে তাদের নিজেদের ধরনের কঠোর ইসলামিক শরিয়া আইন চালু করার লক্ষ্যে বছরের পর বছর ধরে লড়াই করে চলছে।