প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী হ্যারিস ট্রাম্পের কাছে হেরে যান। সেই হ্যারিসের সভাপতিত্বেই ট্রাম্পের জয়ের স্বীকৃতি দিল মার্কিন কংগ্রেস।
Published : 07 Jan 2025, 02:22 PM
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পের নির্বাচনী জয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস।
সোমবার কংগ্রেসের এক যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে হ্যারিস ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ট্রাম্পের কাছে হেরে যান। সেই হ্যারিসের সভাপতিত্বেই ট্রাম্পের জয়ের স্বীকৃতি দিল মার্কিন কংগ্রেস।
কংগ্রেসের এই চতুর্বার্ষিক অনুষ্ঠানের মাধ্যমে দুই সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ নেওয়ার পথ পরিষ্কার হল।
চার বছর আগে ২০২১ সালের ৬ জানুয়ারি তখনকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের আনুষ্ঠানিক স্বীকৃতির অনুষ্ঠান চলার সময় পরাজিত রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের সমর্থকরা মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলা চালিয়েছিল। বাইডেনের স্বীকৃতির অনুষ্ঠান বানচাল করা লক্ষ্য ছিল তাদের। ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের কাছে পরাজিত হয়েছিলেন।
কিন্তু পরাজয় স্বীকার না করে তাকে কারচুপি করে হারানো হয়েছে বলে মিথ্যা দাবি করতে থাকেন ট্রাম্প। ২০২৪ এর নির্বাচনের পুরোটা সময়জুড়ে একই ধরনের উদ্বেগ জানিয়ে সতর্ক করে আসছিলেন তিনি, শেষ পর্যন্ত ৫ নভেম্বরের নির্বাচনে হ্যারিস পরাজিত হওয়ার পর থামেন তিনি।
কিন্তু এবারের অনুষ্ঠান চার বছর আগের ওই বিশৃঙ্খল পরিস্থিতির বিপরীতে ঘড়ির কাঁটা ধরে ধরে এগিয়ে সূচারুভাবে সম্পন্ন হয়েছে, জানিয়েছে রয়টার্স।
ভাইস প্রেসিডেন্ট হিসেবে মার্কিন সেনেটের আনুষ্ঠানিক সভাপতি হ্যারিস অঙ্গরাজ্যগুলোর ইলেকটোরাল ভোটের কল তদারকি করেন।
জনসম্মুখে প্রাণবন্ত উপস্থিতি ও প্রাণখোলা হাসির জন্য পরিচিত হ্যারিস স্থিরভাবে দাাঁড়িয়ে ট্রাম্প ও তার নিজের পাওয়া অঙ্গরাজ্যগুলোর মোট ইলেকটোরাল ভোট ঘোষণা করেন।
মার্কিন ক্যাপিটলে হ্যারিস সাংবাদিকদের বলেন, “আজ অবশ্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এ দিনটি আদর্শ কী হওয়া উচিত সে বিষয়ে এবং আমেরিকান জনগণের গ্রহণ করার সক্ষমতা দেখানোর দিন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর আমাদের গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভগুলির মধ্যে অন্যতম।
“আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমেরিকার গণতন্ত্র এর জন্য আমাদের লড়াই করার ইচ্ছা শক্তির মতোই দৃঢ়।”
চার বছর আগে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট রিপাবলিকান মাইক পেন্স বাইডেনের জয়ের আনুষ্ঠানিক স্বীকৃতির অনুষ্ঠানের সভাপতিত্ব করেছিলেন।
অনুষ্ঠান চলাকালে সেনেটর জেডি ভ্যান্সও সেখানে উপস্থিত ছিলেন। তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। এ অনুষ্ঠানে তার জয়ের স্বীকৃতিও দেওয়া হয়।
তার পাওয়া মোট ইলেকটোরার ভোট ঘোষণার সময় ভ্যান্স দাঁড়িয়ে অনুষ্ঠানে উপস্থিত কংগ্রেসের সদস্যদের উদ্দেশ্যে অভিবাদন জানান।
সোমবার ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেন, “আজ কংগ্রেস আমাদের মহান জয়ের স্বীকৃতি দিয়েছে- ইতিহাসের একটি বড় মুহূর্ত। মে আমেরিকা গ্রেট অ্যাগেইন!”
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিজুড়ে চলা প্রবল তুষার ঝড়ের মধ্যেই মার্কিন কংগ্রেসের এ যৌথ অধিবেশন অনুষ্ঠিত হয়। পুরো শহর তখন ১৫ সেন্টিমিটার (৬ ইঞ্চি) তুষারের নিচে চাপ পড়েছিল।
নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প প্রাথমিকভাবে ৩১২ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে ২২৬ ভোট পাওয়া হ্যারিসকে পরাজিত করেছিলেন। এই স্বীকৃতির অনুষ্ঠানেও ওই প্রাথমিক ফলাফলই চূড়ান্ত সমর্থন পায়।