Published : 05 Mar 2025, 11:54 PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উত্তপ্ত বৈঠকের পর এবার কিইভের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদানও বন্ধ করল ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তারা একথা নিশ্চিত করে জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটজ সাংবাদিকদের বলেছেন, “আমরা ইউক্রেইনের সঙ্গে তথ্য আদান-প্রদান স্থগিত করেছি। যুক্তরাষ্ট্র প্রশাসন ইউক্রেইনের সঙ্গে এই সম্পর্কের সব দিক স্থগিত করছে এবং পর্যালোচনা করে দেখছে।”
২০২২ সালে ইউক্রেইন যুদ্ধের প্রথম পর্যায়ে যুক্তরাষ্ট্র কিইভের সঙ্গে গোয়েন্দা তথ্য শেয়ার করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে গত শুক্রবার হোয়াইট হাউজে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উত্তপ্ত বৈঠকের পর সোমবার কিইভে মার্কিন সামরিক সহায়তা বন্ধ করা হয়।
এরপর কিইভে বন্ধ হল মার্কিন গোয়েন্দা সহায়তাও। এই গোয়েন্দা তথ্য আদান-প্রদান আংশিক না পুরোপুরি স্থগিত করা হয়েছে এবং কতদিন তা বহাল থাকবে তা এখনও স্পষ্ট নয়।
‘দ্য ফিন্যান্সিয়াল টাইমস’ প্রথম এই বিষয়ে সংবাদ প্রকাশ করে। সিআইএ পরিচালক জন র্যাটক্লিফও বুধবার ফক্স বিজনেস এর সঙ্গে সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে জানিয়েছেন।
র্যাটক্লিফ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বাস্তব প্রশ্ন ছিল যে, জেলেনস্কি শান্তি প্রক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ কিনা এবং তিনি বলেছিলেন, “চলুন আমরা থেমে যাই। আমি আপনাকে এ বিষয়ে চিন্তা করার সময় দিতে চাই।”
২০২২ সালে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের সময় থেকে কিইভ ওয়াশিংটনের সাহায্যের ওপর অনেক বেশিমাত্রায় নির্ভরশীল এবং এই সাহায্য বন্ধ হওয়াটা যুদ্ধে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
গোয়েন্দা সহায়তা বন্ধ করাটাও যুদ্ধক্ষেত্রে মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।