ইয়েমেনের হুতি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা।
Published : 20 Mar 2025, 01:16 PM
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বাধা দিয়ে ধ্বংস করেছে তারা। এর আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
ইসরায়েলের পুলিশ জানিয়েছে, তেল আবিব ও জেরুজালেমেও সাইরেন শোনা গেছে।
এক বিবৃতিতে নিজেদের বিমান বাহিনীর কথা উল্লেখ করে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, “ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে প্রবেশ করার আগেই আইএএফ (ইসরায়েল এয়ার ফোর্স) বাধা দিয়ে ধ্বংস করেছে।”
ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, কোনো গুরুতর জখম হওয়ার ঘটনা ঘটেনি।
ইয়েমেনের হুতি সামরিক বাহিনীর মুখপাত্র টেলিভিশনে সম্প্রচার করা এক বিবৃতিতে জানিয়েছেন, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা।
শনিবার থেকে ইয়েমেনে হুতিদের অবস্থান ও স্থাপনাগুলোতে একের পর এক হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। কিন্তু তাতেও হুতিরা দমে যায় নাই। মার্কিন হামলার জবাবে তারা ইসরায়েলসহ বিভিন্ন লক্ষ্যে তাদের আক্রমণ আরও জোরদার করার প্রত্যয় জানিয়েছে।
লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলোতে হুতিদের হামলাকে কেন্দ্র করে ইয়েমেনে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। জানুয়ারিতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান। মার্কিন হামলাগুলোয় ইয়েমেনে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার হুতিরা জানিয়েছিল, তারা ইসরায়েলকে লক্ষ্যস্থল করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং আসছে দিনগুলোতে দেশটির বিভিন্ন লক্ষ্যে আরও হামলা চালাবে। গাজায় ইসরায়েলের নতুন করে বিমান হামলা চালানোর প্রতিশোধ হিসেবে এসব হামলা চালানো হচ্ছে ও হবে বলে জানিয়েছে তারা।