Published : 30 Oct 2022, 05:34 PM
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি প্যালোসি বলেছেন, স্বামী পলের ওপর সহিংস হামলার কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা ‘মানসিকভাবে আহত’ হয়েছেন এবং তাদের ‘হৃদয় ভেঙে গেছে’।
গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর বাড়িতে পেলোসির স্বামী পল পেলোসির (৮২) ওপর হাতুড়ি নিয়ে হামলা চালান এক ব্যক্তি। ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশ। হামলাকারীর নাম ডেভিড ডেপাপে বলে জানিয়েছে তারা।
হামলায় পল মাথা ও ডান হাতে আঘাত পান। হাসপাতালে নেওয়ার পর তার অস্ত্রোপচার হয়েছে। তিনি পুরোপুরি সেরে যাবেন বলে আশা করছেন চিকিৎসকরা।
রোববার হামলার ঘটনা এবং স্বামীর অবস্থা নিয়ে এক বিবৃতিতে প্রথম মুখ খোলেন পেলোসি। স্বামীর অবস্থার উন্নতি হচ্ছে বলে জানান তিনি।
হামলা সম্পর্কে বিবৃতিতে পেলোসি বলেন, “দুঃখজনক, একজন সহিংস মানুষ বাসায় ঢুকে পড়ে আমার মুখোমুখি হতে চেয়েছিল, আর তারপর সে নির্মমভাবে আমার স্বামী পলের ওপর হামলা করল।”
“এই প্রাণঘাতী হামলার ঘটনায় আমার, আমাদের সন্তান, নাতি-নাতনিদের মন ভেঙে গেছে এবং আমরা সবাই মানসিকভাবে তীব্র আঘাত পেয়েছি। হামলার পরপরই আইন প্রয়োগকারী ও জরুরি সেবা কর্মকর্তারা যারা দ্রুত পদক্ষেপ নিয়েছেন এবং পল যে জীবনরক্ষাকারী চিকিৎসা সেবা পাচ্ছেন সেজন্য আমরা কৃতজ্ঞ।”
বিবিসি জানায়, হামলাকারী বাড়িতে ঢুকে ন্যান্সি পেলোসিকে খুঁজে না পেয়ে তার স্বামীর ওপর হামলা চালায়। হামলার সময় পেলোসি ওয়াশিংটনে ছিলেন। পরে তিনি সান ফ্রান্সিসকোতে ফিরে যান।
হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রে আগামী ৮ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক সহিংসতা নিয়ে শঙ্কা ছড়িয়ে পড়েছে।
শেরিফ দপ্তরের অনলাইন রেকর্ডে দেখা গেছে, ডেপাপের বিরুদ্ধে হত্যা চেষ্টা, মারাত্মক অস্ত্র দিয়ে হামলা, বৃদ্ধের সঙ্গে দুর্ব্যবহার, সহিংসতা, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য অপরাধের অভিযোগ আনা হয়েছে; তাকে সান ফ্রান্সিসকো কাউন্টি কারাগারে রাখা হবে।