ভারি বৃষ্টির পর ঔপনিবেশিক আমলের বাঁধটি ভেঙে পড়ে, এতে ছোট একটি হ্রদ থেকে প্রবল গতিতে পানি নেমে আসে।
Published : 09 Oct 2023, 04:52 PM
ভারি বৃষ্টির পর একটি বাঁধ ধসে ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দেতে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে।
দেশটির সেনাবাহিনীর উদ্ধারকারী ইউনিট সোমবার এ কথা জানিয়েছে।
ইয়াউন্দের বানকোলো এলাকার স্থানীয় নেতা অ্যাসোলা জোসেফ জানান, রোববার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে ঔপনিবেশিক আমলের বাঁধটি ভেঙে পড়ে, এতে ছোট একটি হ্রদ থেকে প্রবল গতিতে পানি নেমে আসে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার সকাল একটি পাহাড়ের ঢালে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার কাজ চালাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা। সেখানে অন্যান্য আবর্জনার সঙ্গে উপরে পরা কলাগাছ, ভেঙে পড়া গাছের গুঁড়ি, টিন ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে ছিল।
ঘটনাস্থলে উপস্থিত রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান, সেখান থেকে অন্তত পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্তত ৩০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে।