কর্মকর্তারা জানিয়েছেন, নিহত সবাই পাঞ্জাবের মধ্যাঞ্চলের বাসিন্দা এবং তারা লাহোরগামী একটি বাসের যাত্রী ছিলেন।
Published : 19 Feb 2025, 03:15 PM
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে লাহোরগামী একটি বাসের সাত যাত্রীকে নামিয়ে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।
মঙ্গলবার রাতে বেলুচিস্তানের বারখান জেলায় ঘটনাটি ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বারখানের ডেপুটি কমিশনার ওয়াকার খুরশিদ আলম রয়টার্সকে জানান, প্রায় ৪০ জনের একটি সশস্ত্র দল রাখানির কাছে বারখান-ডেরা গাজি খান মহাসড়কে অনেকগুলো বাস ও গাড়ি থামিয়ে সবার জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করে, তারপর ওই বাস থেকে সাতজনকে নামিয়ে তাদের গুলি করে হত্যা করে।
নিহত সবাই পাঞ্জাবের মধ্যাঞ্চলের বাসিন্দা এবং তারা লাহোর যাচ্ছিলেন, জানান তিনি।
কী কারণে বেছে বেছে এই সাতজনকে হত্যা করা হয়েছে তা পরিষ্কার হয়নি। কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রাখলেও হামলাকারীরা পালিয়ে গেছে।
পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, পাঞ্জাব থেকে বেলুচিস্তানে যাওয়া অনেকেই একের পর এক হামলার শিকার হচ্ছে। ২০২৪ সালের এপ্রিলে বেলুচিস্তানের নোশকি এলাকার কাছে দু’টি পৃথক ঘটনায় বন্দুকধারীরা বাস থেকে জোর করে নামিয়ে নয়জনকে হত্যা করা হয়েছিল। এরপর কেচে পাঞ্জাব থেকে যাওয়া দুই শ্রমিককে গুলি করে হত্যা করে।
এরপর ওই বছরের মে মাসে বেলুচিস্তানের গোয়াদরের কাছে পাঞ্জাব থেকে যাওয়া সাত নাপিতকে গুলি করে হত্যা করা হয়। আর অগাস্টে প্রদেশটির মুসাখাইল জেলায় কয়েকটি ট্রাক ও বাস থেকে নামিয়ে ২৩ পাঞ্জাবি ভ্রমণকারীকে গুলি করে হত্যা করেছিল অজ্ঞাত বন্দুকধারীরা।
আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী বেলুচিস্তানে কয়েক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের সঙ্গে লড়ছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীগুলো। এই বিদ্রোহীরা প্রদেশটির আরও অধিক স্বায়ত্তশাসন ও স্থানীয় প্রাকৃতিক সম্পদের ওপর আরও বেশি হিস্যা দাবি করে আসছে।