বুন্ডেসটাগে এমপি’দের এই ভোটের মাধ্যমে রাশিয়ার হুমকি থেকে ইউরোপের সুরক্ষায় সামরিক খাতে ব্যাপক বিনিয়োগের দ্বার খুলে যেতে পারে।
Published : 18 Mar 2025, 05:57 PM
জার্মানিতে প্রতিরক্ষা ব্যয়ের ঐতিহাসিক বৃদ্ধি নিয়ে পার্লামেন্ট বুন্ডেট্যাগে ভোটাভুটি হতে চলেছে মঙ্গলবারেই।
এই ভোটের প্রভাব পড়বে গোটা ইউরোপের ভবিষ্যৎ প্রতিরক্ষা এবং ইউক্রেইনে দেশটির সমর্থনের ওপর।
প্রতিরক্ষা ব্যয়ের পথে বাধা সরানো হবে কিনা তা নিয়েই মূলত ভোটাভুাটি হবে বুন্ডেসটাগে। এমপি’দের এই ভোটের মাধ্যমে রাশিয়ার হুমকি থেকে ইউরোপের সুরক্ষায় সামরিক খাতে ব্যাপক বিনিয়োগের দ্বার খুলে যেতে পারে।
ইউক্রেইনে রাশিয়ার অগ্রযাত্রা এবং ইউরোপ আর যুক্তরাষ্ট্রের সুরক্ষার ওপর নির্ভর করতে পারে না বলে ওয়াশিংটনের সংকেতের এই সময়ে বুন্ডেসটাগে এই ভোট গুরুত্বপূর্ণ। বলেছেন, জার্মানির কাউন্সিল অব ইকোনোমিক এক্সপার্টস এর চেয়ারম্যান প্রফেসর মনিকা।
তিনি বলেন, “মিউনিখ নিরাপত্তা সম্মেলন এবং তারপর হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কির বাদানুবাদের বৈঠক থেকে ইউরোপ জেগে ওঠার বার্তা পেয়েছে। এই প্রথম ইউরোপীয়রা হয়ত আর ওয়াশিংটনের ওপর নির্ভর করতে সক্ষম হবে না। অনেক মানুষই এরপর বহু নির্ঘুম রাত কাটিয়েছে।”
বিবিসি জানায়, জার্মানিতে প্রতিরক্ষাব্যয় গতবছর ২৩ দশমিক ২ শতাংশ বেড়েছিল। এতে ইউরোপে মোট প্রতিরক্ষা ব্যয় রেকর্ড ১১ দশমিক ৭ শতাংশ বেড়ে যায়।
জার্মানির নতুন পার্লামেন্টের অধিবেশন বসবে আগামী ২৫ মার্চ। পার্লামেন্টের সবাই বেশি অর্থ খরচের পক্ষে নয়, বিশেষ করে প্রতিরক্ষায়। কট্টর-ডান এএফডি পার্টি এবং কট্টর বাম লিংকে পার্টি প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর বিরোধিতা করছে।
ভোটাভুটির ক্ষেত্রে প্রস্তাবের পক্ষে দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন পড়বে। ফলে বর্তমান পার্লামেন্টে (পুরোনো) মঙ্গলবার ভোট হলে প্রস্তাব পাসের ভাল সুযোগ আছে। এরপর সেটি জার্মানির পার্লামেন্টের উচ্চকক্ষে অনুমোদন পেতে হবে।