Published : 05 Oct 2023, 09:36 PM
অবৈধ অভিবাসী আটকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল দেওয়া শুরু করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ভোটের লড়াইয়ে তাকে হারান বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতি ছিল, আর দেয়াল উঠবে না। তবে কথা রাখতে পারলেন না তিনি।
প্রতিবেশী দেশটির সীমান্তে আবার প্রাচীর উঠছে। বাইডেন প্রশাসনই দিয়েছেন এই অনুমোদন। অভিবাসীদের ঢল আটকাতে টেক্সাসের স্টার কাউন্টিতে মেক্সিকো সীমান্তজুড়ে প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ দেয়াল উঠবে।
মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ ট্রাম্পের ‘সিগনেচার পলিসি’ হিসেবে পরিচিত। রিপাবলিকান প্রেসিডেন্টের সেই উদ্যোগের ঘোরতর বিরোধিতা করেছিল ডেমোক্রেটিক পার্টি। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিজের নির্বাচনী ইশতেহারে প্রেসিডেন্ট নির্বাচিত হলে মেক্সিকো সীমান্তে আর এক ফুট দেয়ালও নির্মাণ করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন। কিন্তু যেভাবে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের প্রবেশ বাড়ছে, তাতে নির্বাচনের আগে প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের জন্য বিষয়টি খুবই বিপজ্জনক হয়ে উঠছে।
এ বছর এরইমধ্যে রিও গ্র্যান্ডে ভ্যালি এলাকা দিয়ে ২ লাখ ৪৫ হাজারের বেশি অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্র প্রবেশ করেছে বলে সরকারি তথ্যে জানা গেছে। তারমধ্যে সবচেয়ে বেশি অনুপ্রবেশ হয়েছে সেপ্টেম্বর মাসে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি নগরী থেকে অবৈধ অভিবাসীর সংখ্যা অস্বাভাবিক রকম বেড়ে যাওয়ার খবর এসেছে।
নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ভবিষ্যদ্বাণী করেছেন, গত বছর থেকে সেখানে যে এক লাখের বেশি নতুন অভিবাসী এসেছে, তাদের আবাসনের জন্য আগামী তিন বছর ১২শ কোটি মার্কিন ডলার খরচ হবে।
অবৈধ অভিবাসীর প্রবেশ আটকাতে মেয়র অ্যাডামস মেক্সিকো, কলম্বিয়া ও ইকুয়েডর সফর করছেন। মঙ্গলবার তিনি বলেন, “আমার পক্ষে আর কাউকে জায়গা দেওয়া সম্ভব না। আমরা সর্বোচ্চ সীমা অতিক্রম করেছি।”