ভোটের মাধ্যমে গত বছর মালদ্বীপের প্রেসিডেন্ট হন মোহাম্মদ মুইজ্জু। যিনি নির্বাচনী প্রচার শুরুই করেছিলেন তার দেশের দীর্ঘদিনের ‘ভারত-প্রথম’ নীতির অবসান ঘটনার প্রতিশ্রুতি দিয়ে।
Published : 21 Apr 2024, 09:01 PM
মালদ্বীপে রোববার সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ে গেলো। এই ভোট দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর জন্য বড় এক পরীক্ষা। যিনি ক্ষমতায় এসে দেশটির দীর্ঘ দিনের মিত্র ভরতের হাত ছেড়ে চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে আগ্রহ প্রকাশ করেছেন এবং সে অনুযায়ী কার্যকলাপ শুরু করে দিয়েছেন।
রোববারের এই ভোটে নির্ধারিত হবে চীনঘেঁষা প্রেসিডেন্ট মুইজ্জু নিজের চলার পথে পার্লামেন্টকে পাশে পাবেন কিনা।
বেইজিং এবং দিল্লি উভয়ই সতর্কতার সঙ্গে মালদ্বীপে সাধারণ নির্বাচনে ভোটের ফলাফলের উপর নজর রাখছে। ইন্দো-প্যাসেফিক অঞ্চলের বৃহৎ অর্থনীতির দুই দেশই ভারত মহাসাগরে নিজেদের আধিপত্য বিস্তারের পথ সুগম করতে মালদ্বীপকে পাশে চায়।
নির্বাচনের মাধ্যমে গত বছর মালদ্বীপের প্রেসিডেন্ট হন মুইজ্জু। যিনি নির্বাচনী প্রচার শুরুই করেছিলেন তার দেশের দীর্ঘদিনের ‘ভারত-প্রথম’ নীতির অবসান ঘটনার প্রতিশ্রুতি দিয়ে। প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর তিনি প্রথা ভেঙে প্রথম আন্তর্জাতিক সফরে দিল্লি না গিয়ে বেইজিং যান। যেখান থেকে ফিরে তিনি মালদ্বীপে অবস্থান করা ভারতীয় সব সেনাদের দ্রুত সে দেশ ত্যাগ করতে বলেন।
রোববারের ভোটের ফলাফলে যে দলই জিতুক তা প্রেসিডেন্ট পদকে প্রভাবিত করবে না। তবে তার বর্তমান ক্ষমতাসীন দল পিপুলস ন্যাশনাল কংগ্রেস ভোটারদের কাছে ভোট প্রার্থনা করার সময় বলেছে, যদি তারা জেতে তবে প্রেসিডেন্টের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পথ সহজ হবে।
অন্যদিকে, বিরোধীরা মুইজ্জু সরকারের বৈদেশিক নীতি ও অর্থনীতিসহ বেশ কিছু সেক্টরে তাদের কৌশলের সমালোচনা করেছে। বলেছে, যদি সাধারণ নির্বাচনে তারা জেতেন তবে প্রেসিডেন্টকে তার সিদ্ধান্তের জন্য তারা জবাবদিহিতার আওতায় আনতে পারবেন।
রোববার মালদ্বীপের দুই লাখ ৮৪ হাজারের বেশি ভোটার ভোট প্রদানের মাধ্যমে দেশটির পার্লামেন্টের ৯৩ জন সদস্যকে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচিত করেছেন। যদিও ভোটের ফলাফল এখনও প্রকাশ পায়নি।
মুইজ্জুর দলের প্রধান প্রতিদ্বন্দ্বী মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি। আরও ছোট ছোট কয়েকটি দল এবং স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ৩৬৮ জন প্রার্থী এবার ভোটের লড়াইয়ে নেমেছিলেন।
ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা কাজ শুরু হয়েছে। রোববার রাতেই ভোটের অনানুষ্ঠানিক ফলাফল পাওয়া যেতে পারে।