লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলের হামলায় ৩৬ জন নিহত এবং ১৫০ জন আহত হয়েছে।
Published : 08 Oct 2024, 11:53 PM
লেবাননে গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের গুপ্তহত্যা অভিযান এবং লাগাতার বিমান হামলার মুখে রাজধানী 'বৈরুতে আর কোনও নিরাপদ জায়গা নেই' বলে বিবিসি-কে জানিয়েছেন নগরীর মেয়র।
বৈরুতে নিজ কার্যালয়ে এক সাক্ষাৎকারে মেয়র আবদুল্লাহ ডারউইচ বলেন, নগরীর কেন্দ্রস্থলে সাম্প্রতিক দুটি হামলা এটিই প্রমাণ করে যে, কেবল জঙ্গি গোষ্ঠীগুলোর উপস্থিতি আছে এমন এলাকাগুলোই না বরং সব জায়গায়ই ঝুঁকি আছে।
তিনি বলেন, নির্দিষ্ট কিছু এলাকায় ইসরায়েলের তীব্র বোমা হামলার অর্থ হচ্ছে, নগরীর চারপাশ ঘিরে বিভিন্ন স্থানকে ইসরায়েল এখন তাদের নিশানার আওতায় রাখছে।
তিনি বলেন, “আপনি আর বলতে পারবেন না যে বৈরুত নিরাপদ। ইসরায়েলের পরবর্তী টার্গেট কোথায়, কেউ জানে না।”
ডারউইচ নগরীর কেন্দ্রস্থলে যে দুই জায়গায় ইসরায়েলের হামলার কথা উল্লেখ করেছেন সেগুলো হচ্ছে বাচৌরা ও কোলা এলাকা।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) সে সময় জানিয়েছিল, হিজবুল্লাহ ও পপুলার ফ্রন্ট ফর ‘দ্য লিবারেশন অব প্যালেস্টাইন’ এর সদস্যদের লক্ষ্য করে তারা সেখানে হামলা চালায়। এর একটি হামলায় এক স্বাস্থ্য ক্লিনিক ধ্বংস হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলের হামলায় ৩৬ জন নিহত হয়েছে এবং ১৫০ জন আহত হয়েছে।