Published : 16 Oct 2023, 02:37 PM
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধের প্রতিক্রিয়ায় এবং মুসলিম ধর্মের অনুসারী হওয়ায় যুক্তরাষ্ট্রে ছয় বছর বয়সী এক বালককে ছুরি মেরে হত্যা করা হয়েছে। এই হামলায় বালকের মা গুরুতর আহত হয়েছেন।
শনিবার ইলিনয় অঙ্গরাজ্যের প্লেইনফিল্ড টাউনশিপে এ ঘটনা ঘটেছে। এলাকাটি শিকাগো শহর থেকে ৬৪ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।
রয়টার্স জানিয়েছে, রোববার পুলিশ ও মুসলিম অধিকার আন্দোলনকারীরা ঘটনাটিকে ‘ঘৃণাজনিত অপরাধ’ বলে বর্ণনা করেছেন। এ ঘটনায় ৭১ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করে তার বিরুদ্ধে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
এক বিবৃতিতে উইল কাউন্টির শেরিফ দপ্তর জানিয়েছে, একটি সামরিক ধরনের ৭ ইঞ্চি লম্বা খাঁজ কাটা ছুরি দিয়ে বালকটিকে ২৬ বার আঘাত করা হয়েছে। আর তার মা ৩২ বছর বয়সী নারীকে বেশ কয়েকবার আঘাত করে আহত করা হয়েছে, তিনি বেঁচে যাবে বলে ধারণা করা হচ্ছে।
শেরিফ দপ্তরটি জানিয়েছে, সন্দেহভাজন যোসেফ শুবার (৭১) বিরুদ্ধে প্রথম শ্রেণির খুন, প্রথম শ্রেণির খুনের চেষ্টা, ঘৃণিজনিত অপরাধের দুটি অভিযোগ ও প্রাণঘাতী অস্ত্র নিয়ে মারাত্মক হামলার অভিযোগ আনা হয়েছে। মুসলিম হওয়ায় এবং মধ্যপ্রাচ্যে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে ওই দুইজনের ওপর হামলা চালানো হয়েছে বলে গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, তারা যখন ঘটনাস্থলে গিয়ে পৌঁছান তখন শুবাকে হতাহতদের বাড়ির বাইরে মাটিতে বসে থাকা অবস্থায় পান, তার কপালে একটি কাটা ক্ষত ছিল। আর নিহত বালক ও তার আহত মা তাদের শোবার ঘরে ছিলেন।
কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (সিএআইআর) বালকটিকে ওয়াদেয়া আল-ফায়ুম ও তার মাকে হানান শাহিন বলে শনাক্ত করেছে।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বালকটির পরিবার ফিলিস্তিনি মুসলিম যারা ‘আমরা সবাই যা খুঁজি তা খুঁজতে- বেঁচে থাকার আশ্রয়, শিখতে ও শান্তিতে প্রার্থনা করতে আমেরিকায় এসেছিল। যুক্তরাষ্ট্রে ঘৃণার এই জঘন্য কর্মকাণ্ডের কোনো স্থান নেই।”
শুবা এখন কারাগারে আছেন এবং প্রথমবারের মতো আদালতে হাজির হওয়ার অপেক্ষায় আছেন বলে জানিয়েছে উইল কাউন্টির শেরিফ দপ্তর।
সিএআইআর এক বিবৃতিতে মার্কিন রাজনীতিকদের মাধ্যমে এবং সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে ইসলাম নিয়ে ভয় ছড়ানো ও ফিলিস্তিনবিরোধী বর্ণবাদ প্রচার বন্ধ করার দাবি জানিয়েছে।