পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র জানান, হামলা ও উদ্ধার অভিযানে মোট ২৩ সেনাসদস্য, তিন রেলওয়ে কর্মী ও পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
Published : 15 Mar 2025, 10:03 PM
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র বিদ্রোহীদের ট্রেন ছিনতাইয়ের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে, জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। নিহতদের মধ্যে সেনা, রেলওয়ের কর্মী ও বেসামরিকরা রয়েছেন।
পাকিস্তান সামরিক বাহিনী অভিযোগ করে বলেছে, এই বিদ্রোহীদের প্রতি ‘ভারত ও আফগানিস্তানের মদত’ রয়েছে।
মঙ্গলবার বেলুচিস্তানের বোলান পর্বতের একটি গিরিপথে চার শতাধিক যাত্রীবাহী জাফর এক্সপ্রেস ছিনতাইয়ের শিকার হয়। হামলাকারীরা বিস্ফোরণের মাধ্যমে ট্রেনলাইন উড়িয়ে দিয়ে যাত্রীদের জিম্মি করে। বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করে।
হামলার খবর পাওয়ার পর পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বহু প্রাকৃতিক প্রতিবন্ধকতা পেরিয়ে পর্বতময় বন্ধুর ওই এলাকায় ড্রোন ও হেলিকপ্টার নিয়ে অভিযান শুরু করে।
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরী জানান, সেনারা অভিযান চালিয়ে ৩৩ জন বিদ্রোহীকে হত্যা এবং ৩৫৪ জন জিম্মিকে মুক্ত করেছে। আর এর মধ্য দিয়ে জিম্মি সংকটের অবসান হয়েছে।
তিনি আরও জানান, হামলা ও উদ্ধার অভিযানে মোট ২৩ সেনাসদস্য, তিন রেলওয়ে কর্মী ও পাঁচ যাত্রী নিহত হন।
এর আগে ট্রেনে হামলা ও উদ্ধার অভিযানে মোট ২৫ নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছিল।
চৌধুরি জানান, ঘটনাস্থল থেকে বিএলএ অন্য জিম্মিদের ধরে নিয়ে গেছে এমন ধারণা করার কিছু নেই।
তিনি আরও বলেন, ভারত ও আফগানিস্তান এই বিদ্রোহীদের মদত দেয় এমন প্রমাণ পাকিস্তানের কাছে আছে। হামলার পরপর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এমন অভিযোগ করেছিল। তবে ওই দুই দেশই এই অভিযোগ অস্বীকার করেছে।
সেনাবাহিনীর বিবৃতির প্রতিক্রিয়ায় পাল্টা বিবৃতি দিয়ে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) দাবি করেছে, তাদের যোদ্ধারা ২১৪ জন জিম্মিকে নিয়ে সরে আসতে সক্ষম হয়েছে আর তারপর তাদের সবাইকে হত্যা করেছে। কিন্তু এই দাবির পক্ষে কোনও প্রমাণ দেয়নি তারা।
বিবৃতিতে বিএলএ বলেছে, “লড়াই এখনও শেষ হয়নি বরং আরও তীব্র হয়েছে।”
বিএলএ সবকিছু বাড়িয়ে বলে, এমন দাবি এর আগেও করেছিলেন পাকিস্তানি কর্মকর্তারা।
রয়টার্স লিখেছে, পাকিস্তানের খনিজ সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশ স্বাধীন করার জন্য কয়েক দশক ধরে বালুচ জাতির যে বিদ্রোহী গোষ্ঠীগুলো লড়াই করে আসছে বিএলএ তাদের মধ্যে বৃহত্তম ও সবচেয়ে শক্তিশালী।
আরও পড়ুন: