রয়টার্স ধ্বংস হয়ে যাওয়া পেজারগুলো চিত্র বিশ্লেষণ করে পিছনে একটি ফর্ম্যাট এবং স্টিকার মিলিয়ে দেখেছে যা গোল্ড অ্যাপোলোর তৈরি পেজারগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ।
Published : 20 Sep 2024, 11:05 AM
লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে হাজার হাজার পেজার বিস্ফোরণের ঘটনায় তাইওয়ানের একটি পেজার কোম্পানির প্রধানকে জিজ্ঞাসাবাদ করেছেন প্রসিকিউটররা।
তাইওয়ানভিত্তিক গোল্ড অ্যাপোলোর প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা সু চিং-কুয়াংকে বৃহস্পতিবার গভীর রাতে জিজ্ঞাসাবাপের অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে।
সু চিং-কুয়াং এ ঘটনায় তার জড়িত থাকার কথা অস্বীকার করে বলেছেন, হামলায় ব্যবহৃত ডিভাইসগুলো তারা তৈরি করেননি।
তবে রয়টার্স ধ্বংস হওয়া পেজারগুলোর ছবি বিশ্লেষণ করে একটি ফরম্যাট এবং স্টিকার মিলিয়ে দেখেছে, যা গোল্ড অ্যাপোলোর তৈরি পেজারের সাথে মিল রয়েছে।
রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার রাতে তাইওয়ানের প্রসিকউটর কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি সু।
এমনকি, শুক্রবার তাইওয়ানের প্রসিকিউটর অফিসে ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি।
তাইপের প্রসিকিউটররা গোল্ড অ্যাপোলো নিয়ে তাদের তদন্তের বিষয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেননি।
বৃহস্পতিবার প্রসিকিউটর কার্যালয় থেকে আরেকজনকে বেরিয়ে আসতে দেখা যায়। তিনি হলেন অ্যাপোলো সিস্টেমস লিমিটেড নামের একটি কোম্পানির কর্মী তেরেসা উ। তিনিও অবশ্য সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
তাইওয়ান সরকার বলেছে, কী ঘটেছে তা তদন্ত করছে এবং পুলিশ তদন্তের স্বার্থে তাইপের নিকটবর্তী শহর নিউ তাইপেতে সু’র কার্যালয় বেশ কয়েকবার পরিদর্শন করেছে।
এর আগে, মঙ্গলবার লেবাননের কয়েকটি জায়গায় হিজবুল্লাহকে লক্ষ্য করে চালানো পেজার হামলায় অন্তত ৯ জন নিহত ও অন্তত তিন হাজার মানুষ আহত হয়।
লেবাননের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ডিভাইসগুলোর ভেতরে বিস্ফোরক ঢুকিয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। যদিও এ হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল।
এদিকে রয়টার্স বরেছে, এ ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী।
প্রায় এক বছর ধরে গাজায় চলা ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে ইসরায়েল–লেবানন সীমান্তে কয়েক মাস ধরে হিজবুল্লাহর সঙ্গে থেমে থেমে ইসরায়েলি বাহিনীর লড়াই চলছে।
গত বছরের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে যে হামলা চালিয়েছিল তার নিন্দা জানিয়েছিল তাইপে। ইসরায়েলের প্রতি সমর্থন ও সহানুভূতিও প্রকাশ করেছিল তাইওয়ান।