ওমানে তৃতীয় পর্বের আলোচনা শুরুর আগে কারিগরি বিশেষজ্ঞরা বৈঠক করবেন বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
Published : 20 Apr 2025, 12:21 PM
ইরানের পারমাণবিক কর্মসূচী নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় পর্বের পরোক্ষ আলোচনায় অগ্রগতি হয়েছে বলে উভয়পক্ষ নিশ্চিত করেছে। আলোচনাকে ‘গঠনমূলক’ বলে বর্ণনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
আল জাজিরা লিখেছে, আসছে সপ্তাহে তারা আবার আলোচনায় বসছেন বলে আরাগচি জানিয়েছেন। ২৬ এপ্রিল ওমানে তৃতীয় পর্বের ওই আলোচনা শুরুর আগে কারিগরি বিশেষজ্ঞরা বৈঠক করবেন বলে জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের এক ঊধ্র্বতন কর্মকর্তা জানিয়েছেন, শনিবার ইতালির রাজধানী রোমে যে বৈঠক হয়েছে তাতে ‘খুব ভালো অগ্রগতি’ হয়েছে। আগামী শনিবার পরবর্তী পর্যায়ের আলোচনা হবে বলে নিশ্চিত করেছেন তিনি।
আরাগচি জানিয়েছেন, রোমে ওমানের দূতাবাসে তার নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধি দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের মধ্যে চার ঘণ্টা ধরে পরোক্ষ আলোচনা হয়েছে।
ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশের প্রতিনিধি দল দূতাবাসের পৃথক দু’টি কক্ষে অবস্থান করেন আর ওমানের রাষ্ট্রদূত বদর আল-বুসাইদি এক দলের বার্তা অপর দলের কাছে পৌঁছে দেওয়ার কাজ করেন।
ইরানের আধা-স্বায়ত্তশাসিত তাসনিম বার্তা সংস্থাকে আরাগচি বলেছেন, “আমরা নির্দিষ্ট কিছু নীতি ও লক্ষ্যের বিষয়ে আরও ভালো বোঝাপোড়ায় পৌঁছতে সক্ষম হয়েছি। আলোচনাগুলি একটি গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং এগিয়ে যাচ্ছে। অতিরিক্ত আশাবাদ বা হতাশার কোনো কারণ নেই।”