আন্তর্জাতিক ফৌজদারি আদালতের প্রধান কৌসুলি নারীদের বিরুদ্ধে ব্যাপক বৈষম্যের জন্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই আবেদন করেছেন।
Published : 23 Jan 2025, 09:16 PM
আফগানিস্তানের সর্বোচ্চ আধ্যাত্মিক তালেবান নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা ও প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি।
বৃহস্পতিবার আইসিসি-র প্রধান কৌসুলি কারিম খান নারীদের বিরুদ্ধে ব্যাপক বৈষম্যের জন্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ আবেদন করেন।
প্রধান কৌঁসুলির কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “তদন্ত থেকে পাওয়া প্রমাণে এটি বিশ্বাস করার যৌক্তিক ভিত্তি রয়েছে যে, আখুন্দজাদা এবং ২০২১ সাল থেকে তালেবানের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করা আবদুল হাকিম হাক্কানি লিঙ্গগত বৈষম্য ও নিপীড়নের প্রেক্ষপটে মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী।”
খান বলেন, “বর্তমানে আফগানিস্তানে নারীদের যে অবস্থা তা একদমই গ্রহণযোগ্য না বোঝাতেই আমাদের এই পদক্ষেপ নেওয়া।” কৌসুঁলির দাবি, ২০২১ সালের ১৫ অগাস্ট থেকে আজ পর্যন্ত আফগানিস্তানের ভূখণ্ড জুড়ে এই নিপীড়ন চলছে।
প্রধান কৌসুলির কার্যালয়ের বিবৃতিতে আরও বলা হয়, “নারী ও মেয়েদের ওপর নিপীড়ন চালানো-সহ যারা তালেবানি মতাদর্শ অনুযায়ী লিঙ্গ পরিচয় বা অভিব্যক্তি মেনে চলে না বলে তালেবান মনে করেছে এবং যাদেরকে মেয়ে ও নারীদের মিত্র বলে মনে করেছে, তাদের ওপর নিপীড়ন চালানোর জন্যও দুই তালেবান নেতা একই অপরাধে দায়ী।”
আইসিসি কৌসুলির গ্রেপ্তারি পরোয়ানা চাওয়ার বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি তালেবান।
কৌঁসুলির আবেদনটি এখন খতিয়ে দেখবে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের তিন বিচারকের একটি প্যানেল। এরপর তারা সিদ্ধান্ত জানাবেন। এ ধরনের আবেদনের বিষয়ে কত দিনের মধ্যে সিদ্ধান্ত জানাতে হয় তার কোনও নির্দিষ্ট সময়সীমা নেই। তবে এ প্রক্রিয়ায় সাধারণত গড়ে তিন মাস সময় লাগে।