মেয়েটা 'উদ্দেশ্যমূলক' এমন করছে: মীর সাব্বিরের স্ত্রী চুমকি

মিসেস ইউনিভার্স বাংলাদেশের মঞ্চে বরিশালের আঞ্চলিক ভাষায় ইসরাত পায়েলকে উদ্দেশ্য করে অভিনেতা মীর সাব্বির বলেন, ‘এই মাতারি তুমি এইরহম উদলা গাইয়ে দাঁড়ায় আছো কিয়ের লাইগ্যা।’ মঞ্চে পায়েল সেসময় হাসলেও পরে এক ভিডিও বার্তায় সংলাপটিকে ‘কুরুচিপূর্ণ’ বলে মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। এনিয়ে কথা বলেছেন মীর সাব্বির ও তার স্ত্রী ফারজানা চুমকি।

রিয়াসাদ সানভী
Published : 16 Nov 2022, 12:49 PM
Updated : 16 Nov 2022, 12:49 PM