Published : 07 Apr 2024, 06:48 PM
ভবিষ্যদ্বান্ধব হোম অ্যাপ্লায়েন্স তৈরির লক্ষ্যে ওয়াশিং মেশিনে এআই ও ফ্রিজে ক্যামেরা বসাতে যাচ্ছে স্যামসাং।
নিজেদের হোম অ্যাপ্লায়েন্সে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্ত করছে দক্ষিণ কোরিয়াভিত্তিক ইলেকট্রনিক্স জায়ান্ট কোম্পানিটি। তাদের দাবি, এ প্রযুক্তি বিদ্যুৎ ও খাদ্য অপচয়ের মতো সমস্যা কমিয়ে আনতে সাহায্য করবে।
নতুন বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে আছে— খাবার স্ক্যান করতে পারবে এমন ক্যামেরাওয়ালা ফ্রিজ ও ওয়াশিং মেশিন, যার ঘূর্ণি ব্যবস্থা বা সাইকেলগুলো এমনভাবে নকশা করা যাতে এর মাধ্যমে বিদ্যুতের ব্যবহার কমিয়ে আনা যায়।
এ ছাড়া, ‘এআই জেট বট কম্বো’ নামের একটি নতুন রোবট ভ্যাকুয়াম ক্লিনারও আনবে স্যামসাং, যা বাড়ির আশপাশে চলাফেরা করে পোষা প্রাণীদের চিহ্নিত করতে পারে।
বিভিন্ন নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার ‘এতটাই কার্যকর যে, তা আমাদের অনুমানকেও ছাড়িয়ে গেছে,’ বলেছেন স্যামসাংয়ের সিইও জং-হি হ্যান।
তিনি আরও যোগ করেন, বিভিন্ন হোম ডিভাইসকে একটি ‘বিনোদনভিত্তিক প্ল্যাটফর্মে’ পরিণত করার লক্ষ্য নিয়েছে স্যামসাং, যেখানে ফ্রিজ এমনকি ‘বিল্ট-ইন’ ডিসপ্লেওয়ালা ইন্ডাকশন চুলাও উন্মোচন করেছে কোম্পানিটি।
স্যামসাংয়ের দাবি, এসব নতুন পণ্যে কোম্পানির নিজস্ব নিরাপত্তা মানদণ্ড ‘নক্স ’ ব্যবহার করা হয়েছে, যা বিভিন্ন নিরাপত্তা কোম্পানির কাছ থেকে অনুমোদিত। এর উদাহরণ হিসেবে ধরা যায়, ফ্রিজ, রোবট ভ্যাকুয়াম ও অন্যান্য পণ্যে ব্যবহারকারীর ডেটা এনক্রিপ্ট করার বিষয়টি। স্যামসাং বলেছে, এ প্রযুক্তিতে তোলা ছবি ও ৩ডি ম্যাপ যেন হ্যাকারদের হাতে না পৌঁছায়, তা নিশ্চিত করবে কোম্পানি নিজেই।
স্যামসাং বলেছে, ব্যবহারকারীকে প্রথমে বিভিন্ন এআইভিত্তিক ফিচার চালু করতে বলা হবে। তা নিশ্চিত হওয়ার পরই ফিচারগুলো ব্যবহারের সুযোগ পাবেন তিনি।
এর কারণ হিসেবে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্টকে স্যামসাংয়ের যুক্তরাজ্য অংশের বাজার পরিচালক তানিয়া ওয়েলার বলেছেন, কোন ফিচারগুলো গ্রাহকের কাছে বিতর্কিত মনে হতে পারে, তাদেরকে তা বাছাইয়ের অনুভূতি দেওয়ার বিষয়টি।
শুধু ‘উদ্ভাবনের জন্য উদ্ভাবন’ বা ‘এআই এর জন্য এআই’, এমন ধারণার পরিবর্তে ‘যেসব পণ্য গ্রাহকদের জন্য একটি অর্থপূর্ণ পার্থক্য গড়ে দেয়’ তার ওপর মনোযোগ দেওয়ার লক্ষ্যস্থির করেছে স্যামসাং।
কোম্পানিটির নতুন শ্রেণির বিভিন্ন পণ্য স্যামসাং-এর ‘বেসপোক এআই রেঞ্জ’-এর অংশ, যার লক্ষ্য রান্নাঘরে এআই প্রযুক্তির প্রবেশ ঘটানো। এর মধ্যে রয়েছে রোবট ভ্যাকুয়াম, দুটি নতুন ফ্রিজ ফ্রিজার ও একটি নতুন ওয়াশিং মেশিন শ্রেণি।
স্যামসাংয়ের একটি চার দরজার রেফ্রিজারেটরের মধ্যে রয়েছে কোম্পানির ডাকা ‘এআই ফ্যামিলি হাব’ নামের ফিচার, যেখানে স্পষ্টতই ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। খাবার ফ্রিজে রাখার সঙ্গে সঙ্গে তা স্ক্যানিংয়ের মধ্য দিয়ে যায়, যা পরবর্তীতে দেখা যায় একটি স্ক্রিনে। পাশাপাশি ফ্রিজের ভেতরে থাকা খাবার ব্যবহার করে নতুন রেসিপি তৈরির ক্ষেত্রেও ফিচারটি ব্যবহার করা যেতে পারে। আর কোনও খাবার পচে যেতে শুরু করলেও ব্যবহারকারীকে সে সতর্কবার্তা দেবে ফিচারটি।
স্যামসাংয়ের রোবট ভ্যাকুয়ামেও এআই প্রযুক্তি যোগ করা হয়েছে, যার মধ্যে একটি মেশিন-লার্নিং মডেলও আছে। মানুষ ও পোষা প্রাণীকে চিনতে পারে ফিচারটি। এর মানে, ভ্যাকুয়ামটিকে বাড়ির চারপাশে চলাফেরা করে বেড়াল শনাক্ত করার নির্দেশ দেওয়ার সুযোগ পাবেন ব্যবহারকারী।
ওয়াশিং মেশিনের ভেতর যে এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা জামাকাপড়ের সংখ্যার ভিত্তিতে কাপড় ধোয়া ও শুকানোর কাজ করতে পারে।
ফ্রিজের বেলায় ব্যবহারকারী কীভাবে ফ্রিজটি ব্যবহার করছেন, ফ্রিজের দরজা আবার খোলা হতে পারে কি না, এমন বিষয়গুলো অনুমান করার ভিত্তিতে এর তাপমাত্রা কমানোবাড়ানো যাবে।
নিজস্ব পণ্যে সস্তা ও টেকসই উপায়ে বিদ্যুৎ খরচের তথ্য যোগ করতে ব্রিটিশ গ্যাস ও অন্যান্য সরবরাহক কোম্পানির সঙ্গে কাজ করছে স্যামসাং। উদাহরণ হিসেবে, ডিশওয়াশার ধোয়ার সঠিক সময় হতে পারে রাত ১১টা।