এর আগের রেকর্ডটি ছিল চ্যাটজিপিটি নির্মাতা কোম্পানি ওপেনএআই’র দখলে। এই কৃতিত্ব অর্জনে কোম্পানিটির সময় লেগেছিল দুই মাস।
Published : 10 Jul 2023, 09:39 PM
উন্মোচনের পাঁচ দিনের মধ্যেই ১০ কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছে ইনস্টাগ্রামের অ্যাপ থ্রেডস।
সোমবার সকালে এই মাইলফলক অর্জনের পর ‘সহজেই’ বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অ্যাপ হয়ে উঠেছে এটি।
এর আগের রেকর্ডটি ছিল চ্যাটজিপিটি’র নির্মাতা কোম্পানি ওপেনএআই’র দখলে। এই কৃতিত্ব অর্জনে কোম্পানিটির সময় লেগেছিল দুই মাস।
বুধবারের শেষে প্রকাশ পাওয়া থ্রেডস অ্যাপের এই মাইলফলকে পৌঁছাতে সময় লেগেছে কেবল পাঁচ দিন। এই বিষয়ে বেশ কয়েকবার আপডেট প্রকাশ করে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, এই বৃদ্ধির হার ‘আমাদের প্রত্যাশা ছাড়িয়ে গেছে’।
তিনি আরও বলেন, উন্মোচনের দুই ঘণ্টায় ২০ লাখ, সাত ঘণ্টায় এক কোটি ব্যবহারকারী এতে যোগ দিয়েছেন।
গত বছরের শেষে মাস্কের টুইটার অধিগ্রহণের আগে এক বিবৃতিতে উঠে আসে, ২০২২ সালের মে মাস পর্যন্ত টুইটারের মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ছিল প্রায় ২৩ কোটি।
থ্রেডস অ্যাপের বিভিন্ন পোস্ট ইনস্টাগ্রামে শেয়ার করা যায়। আবার এর উল্টোটাও হতে পারে। আর এতে বিভিন্ন লিংক, ছবি ও পাঁচ মিনিট পর্যন্ত দীর্ঘ ভিডিও পোস্ট করা যায়।