গত সপ্তাহে জনপ্রিয়তা বাড়তে থাকা চ্যাটজিপিটি’র ওপর ইতালির একতরফা নিষেধাজ্ঞার সিদ্ধান্তের পর চ্যাটবট পর্যবেক্ষণের জন্য একটি টাস্কফোর্স গঠন করেছে ইউরোপের জাতীয় প্রাইভেসি নিয়ন্ত্রকদের সমন্বিত সংস্থাটি।
Published : 23 Apr 2023, 01:41 PM
ওপেনআই’র চ্যাটজিপিটি’র মতো ‘জেনারেটিভ এআই’ নিয়ন্ত্রণ করা প্রয়োজন হলেও সরকারী নীতিনির্ধারকদের নিষেধাজ্ঞার মতো পদক্ষেপে তাড়াহুড়ো না করে বরং কীভাবে এটি সঠিক উপায়ে করা যায়, সেটি খুঁজে দেখতে বলেছেন আয়ারল্যান্ডের ডেটা সুরক্ষা প্রধান।
“এটা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। আর সঠিক উপায়ে কীভাবে এটি নিয়ন্ত্রণ করা যায়, সেটাই খুঁজে দেখতে হবে।” --বৃহস্পতিবার মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের এক সম্মেলনে বলেন আয়ারল্যান্ডের ‘ডেটা প্রটেকশন কমিশনার (ডিপিসি) হেলেন ডিক্সন। তিনি আরও বলেন, এই বিতর্ক চ্যাটজিপিটি’র মতো হাজার হাজার চ্যাটবটের বেলাতেও বর্তায়।
“আইরিশ ডেটা সুরক্ষা কমিশনের ক্ষেত্রে, আমরা এই প্রযুক্তি ও এর বিশাল ল্যাঙ্গুয়েজ মডেলগুলো ও এর প্রশিক্ষণের ডেটা কোথায় পাওয়া যায়, সে সম্পর্কে কিছুটা বোঝার চেষ্টা করছি।”
“এখন আমরা প্রাথমিক অবস্থায় আছি। তবে, বেশিদিন টিকবে না এমন নিষেধাজ্ঞা দেওয়ার চেয়ে বরং এই বিষয়ে আলোচনার সময় এখনই।”
গত সপ্তাহে জনপ্রিয়তা বাড়তে থাকা চ্যাটজিপিটি’র ওপর ইতালির একতরফা নিষেধাজ্ঞার সিদ্ধান্তের পর চ্যাটবট পর্যবেক্ষণের জন্য একটি টাস্কফোর্স গঠন করেছে ইউরোপের জাতীয় প্রাইভেসি নিয়ন্ত্রকদের সমন্বিত সংস্থাটি।
মঙ্গলবার ইতালির নিয়ন্ত্রকরা বলেন, তাদের শঙ্কার বিষয়টি নিয়ে ওপেনএআই কিছু ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ নেওয়ায় এপ্রিলের শেষে তারা চ্যাটজিপিটি ফিরিয়ে আনতে চান। গত মাসেই দেশটিতে নিজেদের এই চ্যাটবট সেবা বন্ধ করেছে ওপেনএআই।
ইইউ’র সদর দপ্তর আয়ারল্যান্ডে হওয়ায় বিশ্বের অনেক শীর্ষ প্রযুক্তি কোম্পানির ইউরোপীয় অংশের প্রধান নিয়ন্ত্রক হিসেবে কাজ করে আইরিশ ডিপিসি। তবে, দেশটিতে ওপেনএআই’র কোনো দপ্তর না থাকায় তাদের ওপর একই ধরনের নিয়ন্ত্রক ক্ষমতা নেই সংস্থাটির।
ডিক্সন আরও যোগ করেন, জেনারেটিভ এআই সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ডেটা সুরক্ষার বাইরেও বিস্তৃত। এর মধ্যে আছে কপিরাইট ও মানহানির শঙ্কার মতো বিষয়গুলো।
“আমরা এআই সংশ্লিষ্ট বিভিন্ন ঝুঁকি ও আইনের অন্যান্য ক্ষেত্র সম্পর্কে বিস্তৃত আলোচনায় অবদান রাখতে চাই।” --বলেন তিনি।