কিশোরগঞ্জে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান একথা বলেন।
Published : 24 Apr 2025, 09:46 PM
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশ অন্ধকারে যাবে বলে মন্তব্য করেছেন
তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, “আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অন্যথায় দেশ অন্ধকারের দিকে যাবে।”
বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জ আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে জেলা ইউনিটের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আক্ষেপ করে বলেন, “যে ছেলেটির বয়স এখন ৩০ বছর, সে কিন্তু এখনও কোনো সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে পারেনি। তাই ভোট ও গণতন্ত্র ডিসেম্বরের মধ্যেই নিশ্চিত করতে হবে।”
ফজলুর রহমান বলেন, “দেশে যতটুকু আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন সেটি এখন দেশে নেই। বছরের পর বছর ভোটাধিকার ও মানবাধিকার বঞ্চিত মানুষ অনেক আশা করে নোবেল বিজয়ী ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে। জনগণ আশা করেছিল, তিনি গণতন্ত্র ফিরিয়ে দেবেন, নির্বাচিত সরকার আসবে এবং বাংলাদেশেকে সোনার দেশে পরিণত করবেন।”
“দেশে আইনের শাসন নেই বলে অবৈধ দখলদারী, অর্থপাচার ও লুটপাট চলছে।”
কিশোরগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব মো. শহীদুজ্জামান, সহসাধারণ সম্পাদক আঞ্জুমান আরা বেগম মুন্নি, সহশিক্ষা বিষয়ক সম্পাদক আশিকুজ্জামান নজরুল, সহপ্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, সিনিয়র সহসভাপতি মো. মিজানুর রহমান, সহসভাপতি এম সাজ্জাদুল হক, সহসভাপতি শফিউজ্জামান ভূঞা শফি, সহসভাপতি শরীফুল ইসলাম শরীফ, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট জেসমিন সুলতানা কবিতা, আইনজীবী ফোরাম নেতা জাহাঙ্গীর আলম মোল্লা।