বিশ্বজুড়ে পানি বিষয়ক সমস্যা ও চ্যালেঞ্জ সমাধানের লক্ষ্যে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে প্রতি বছর সুইডেনে আয়োজিত হয় জুনিয়র ওয়াটার প্রাইজ।
Published : 02 May 2023, 03:08 PM
আটটি দল হাজির। প্রত্যেকেই নিজ নিজ প্রকল্প নিয়ে মুখিয়ে আছেন স্টকহোম যাওয়ার জন্য। তার আগে এরা এসেছেন প্রকল্পটি আরও শানিয়ে নিতে। চূড়ান্ত লক্ষ্য স্টকহোম জুনিয়র ওয়াটার প্রাইজ।
বিশ্বজুড়ে পানি বিষয়ক সমস্যা ও চ্যালেঞ্জ সমাধানের লক্ষ্যে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে সুইডেনে ১৯৯৭ সাল থেকে প্রতি বছর আয়োজিত হয় জুনিয়র ওয়াটার প্রাইজ। বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে আঞ্চলিক বিজয়ীরা সেখানে চূড়ান্ত পর্বে অংশ নেন। ২০১৫ সাল থেকে বাংলাদেশ এতে যুক্ত হয়। বাংলাদেশে এ বছর হচ্ছে নবম আয়োজন।
সে লক্ষেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আইটিএন সেন্টারে আয়োজিত হলো প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে চূড়ান্তভাবে নির্বাচিত ৮ দল নিয়ে চতুর্থ মেন্টরিং সেশন। এতে মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন বুয়েট-আইটিএন এর রিসার্চ অ্যাসোসিয়েট আফিয়া জাহিন নিতা হোসেন।
সেশনে রিসার্চ পেপারে রেফারেন্স দেয়ার ব্যাপারে মেন্টর সতর্ক হতে বলেন এবং কোনো কোনো প্রতিযোগিকে ল্যাব টেস্ট করারও পরামর্শ দেন। এতে ‘ব্রিদএকুয়া’ দলটি মেন্টরের পরামর্শে তাদের প্রজেক্ট টাইটেল পরিবর্তন করে নিয়েছে বলে জানিয়েছে প্রতিযোগিতাটির বাংলাদেশ অংশের আয়োজক হাউজ অফ ভলান্টিয়ার্স, বাংলাদেশ।
সেশন শেষে ‘হাইড্রোসেফ’ দলের মন্তব্য, এই সেশন তাদের বেশ কাজে আসবে। প্রজেক্ট এবং রিসার্চ পেপার কী ভাবে আরও ভালো করা যায় সে বিষয়ে তারা ধারণা পেয়েছেন।
গত ১২ এপ্রিল এ প্রতিযোগিরা চূড়ান্ত প্রজেক্ট জমা দেন। ৬ মে প্রতিযোগিতার ৫ম মেন্টরিং সেশনে নির্বাচিত শীর্ষ ৮ দল তাদের প্রজেক্টসহ নমুনা উপস্থাপন করবেন। পরবর্তীতে ১৯মে, ২০২৩ তারিখে প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত হবে।
স্টকহোমে আয়োজিত জুনিয়র ওয়াটার প্রাইজের চূড়ান্ত পর্বের বিজয়ী পাবেন ১৫ হাজার ডলার পুরস্কার, একটি ক্রিস্টালের ট্রফি ও ডিপ্লোমা। সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া স্টকহোম জুনিয়র ওয়াটার প্রাইজ এর প্রধান পৃষ্ঠপোষক।
গত বছরের প্রতিযোগিতায় স্টকহোম ‘জুনিয়র ওয়াটার প্রাইজে’ বাংলাদেশ জিতেছিল ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’।
সেশনটির জাতীয় পর্যায়ের আয়োজক হাউজ অব ভলান্টিয়ারস ফাউন্ডেশন বাংলাদেশ এবং সহকারী আয়োজক ওয়াটার এইড এর সাথে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিলো আইটিএন-বুয়েট, টেকনিকাল পার্টনার এস্টেক্স, টেকনোলজি পার্টনার মিয়াকি এবং মিডিয়া পার্টনার ছিলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।