গত মাসেই কোম্পানিটি আগামী ২০ বছরে দক্ষিণ কোরিয়ায় মেগা সেমিকন্ডাক্টর হাব তৈরির জন্য ২৩ হাজার কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে।
Published : 08 Apr 2023, 03:25 PM
প্রান্তিকর হিসাবে মুনাফা প্রায় ৯৬ শতাংশ কমে আসার পর নিজেদের মেমরি চিপ উৎপাদনের মাত্রা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং।
কোরিয়াভিত্তিক এই চিপ নির্মাতা বলেছে, মন্থর বিশ্ব অর্থনীতি ও কোভিডের পর চাহিদা কমে আসায় কোম্পানির বিক্রিও দ্রুত কমে গিয়েছে।
স্যামসাং বলেছে, প্রাথমিক হিসাব অনুসারে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে কোম্পানির মুনাফা ৬০ হাজার কোটি ওন (সাড়ে ৪৫ কোটি ডলার)। আগের বছর একই সময়ে সংখ্যাটি ছিল ১৪ লাখ কোটি ওন (এক হাজার ৬৩ কোটি ডলার)।
এদিকে, চিপ তৈরি কমিয়ে আনার সিদ্ধান্ত নিলেও কোম্পানির শেয়ারমূল্য বেড়েছে চার শতাংশের বেশি।
“আমরা ব্যাপক হারে মেমরি চিপ উৎপাদন কমিয়ে দিচ্ছি, বিশেষ করে সরবরাহ সুরক্ষিত পণ্যগুলোর বেলায়।” --বলেছে দক্ষিণ কোরীয় এই টেক জায়ান্ট।
কোভিড লকডাউন চলাকালীন গ্রাহকরা বাড়িতে ব্যবহারের জন্য নতুন ইলেকট্রনিক পণ্য কেনায় সে সময় মেমরি চিপের চাহিদা বেড়ে গিয়েছিল।
গত কয়েক বছর ধরে ইলেকট্রনিক্স শিল্প চিপ স্বল্পতার মতো সমস্যা থেকে উঠে আসার চেষ্টা করলেও বেশ কিছু সেমিকন্ডাক্টর উৎপাদক নিজস্ব ইনভেন্টরি ও বিদ্যমান চাহিদার মধ্যে ভারসাম্য খুঁজে পেতে লড়াই করছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।
“যখন গোটা অর্থনীতির গতি কমে যায়, তখন হঠাৎ করেই এইসব পণ্যের চাহিদা হ্রাস পেয়েছে। ফলে, নির্মাতারা চিপ অর্ডার দেওয়া বন্ধ করে এরইমধ্যে তাদের কাছে বিদ্যমান ইনভেন্টরির মাধ্যমে বিক্রির দিকে মনযোগ দেয়।” --বলেন ব্যবস্থাপনা পরামর্শক সংস্থা ‘বাইন অ্যান্ড কোম্পানি’র বিশ্লেষক পিটার হ্যানবারি।
“এটি সেমিকন্ডাক্টর উৎপাদকদের জন্য এমন এক শক্তিশালী 'বুলহুইপ' প্রভাব তৈরি করে, যা তাদের আরও বেশি সাপ্লাই চেইনের দিকে নিয়ে যায় এবং চিপ ঘাটতির সময় হঠাৎ করেই এর উচ্চ চাহিদা কমিয়ে দেয়।”
এই মেমরি চিপ উৎপাদন কমানোর পদক্ষেপে নিজের প্রতিদন্দ্বীদের চেয়ে বেশি নারাজ ছিল বিশ্বের সবচেয়ে বড় টেলিভিশন, ট্যাবলেট ও স্মার্টফোন নির্মাতা স্যামসাং।
বিশ্লেষকরা বলছেন, কোম্পানির উৎপাদন কমানোর ঘোষণাটি খুবই বিরল। গত মাসে কোম্পানিটি আগামী ২০ বছরে দক্ষিণ কোরিয়ায় মেগা সেমিকন্ডাক্টর হাব তৈরির জন্য ২৩ হাজার কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে।
“ড্রাম ও নান্ড (মেমরি চিপের ধরন)-এ দ্বিগুণ আর্থিক লোকসানের ঝুঁকির মুখে আছে স্যামসাং। আর গত কয়েক বছরে পিছিয়ে পড়ায় তাদের (কারখানা) ব্যবহারের প্রযুক্তি প্রক্রিয়াও আপডেট করা প্রয়োজন।” --বলেন চিপ গবেষণা সংস্থা ‘সেমিঅ্যানালিসিস’-এর প্রধান বিশ্লেষক ডিলান পাটেল।
স্যামসাংয়ের এই ঘোষণা বিনিয়োগকারীদের কাছে সেমিকন্ডাক্টর শিল্পের বাজার পুনরুদ্ধারের লক্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
“আমাদের প্রত্যাশা, এই ইনভেন্টরি ‘হজমের’ পর্যায় আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে শেষ হবে। সে সময়, বিভিন্ন বাজার নিজস্ব ইনভেন্টরির মাধ্যমে কাজ করবে ও তুলনামূলক স্বাভাবিক ক্রয়ব্যবস্থায় ফিরে আসবে।” --বলেন পিটার হ্যানবারি।
এই মাসের শেষ নাগাদ নিজেদের আর্থিক আয়ের বিস্তারিত প্রকাশের কথা রয়েছে কোম্পানিটির।