“সমঝোতা স্মারক সই হলেও হাসপাতালগুলো সাধারণ মানুষের জন্য খুলে দিতে কিছুটা সময় লাগতে পারে।"
Published : 21 Apr 2025, 02:02 PM
বাংলাদেশ রেলওয়ের মালিকানার ১০টি হাসপাতাল যৌথভাবে পরিচালনা করবে স্বাস্থ্য বিভাগ।
এসব হাসপাতালে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের বাইরে সাধারণ মানুষও চিকিৎসা সেবা পাবে।
সোমবার সচিবালয়ে এ বিষয়ে রেলপথ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান নিজ নিজ মন্ত্রণালয়ের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
চুক্তি অনুযায়ী, রেলওয়ের ব্যবস্থাপনায় পরিচালিত হাসপাতালগুলোয় বাংলাদেশ রেলওয়েতে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, রেলপোষ্য ও রেলওয়ের যাত্রীদের পাশাপাশি সাধারণ জনগণের জন্য চিকিৎসা সুবিধা চালু করা হচ্ছে। এসব হাসপাতালে রেলপথ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সেবা বিভাগ যৌথভাবে চিকিৎসা দেবে।
এই কার্যক্রম পরিচালনার জন্য স্বাস্থ্য সেবা বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত একটি কেন্দ্রীয় কমিটি করা হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, "দেশে চিকিৎসকের ঘাটতি অত্যন্ত বেশি। এ কারণে বিশেষ বিসিএসের মাধ্যমে চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া সম্ভব হবে।"
এখন সমঝোতা স্মারক সই হলেও হাসপাতালগুলো সাধারণ মানুষের জন্য খুলে দিতে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান উপস্থিত ছিলেন।