“উপাদানটি থ্রি ডি প্রিন্টারে ব্যবহার করা যেতে পারে, এর ফলে আপনি ইচ্ছামতো ব্যাটারির আকার দিতে পারবেন। এক নতুন ধরনের প্রযুক্তির দ্বার উন্মোচন করবে এই ব্যটারি।”
Published : 14 Apr 2025, 12:24 PM
নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, যে কোনো আকৃতি নিতে পারে ‘টুথপেস্টের মতো’ শক্তির এ আধার।
এটি তৈরি করেছে সুইডেনের ‘লিংকোপিং ইউনিভার্সিটি’র গবেষকদের একটি দল। তারা বলছেন, নরম ও টুথপেস্টের মতো এই ব্যাটারি যে কোনও ডিভাইসে লাগানোর মাধ্যমে তা ইলেকট্রনিক যন্ত্রপাতির প্রচলিত আকারে বিপ্লব ঘটাতে পারে।
ব্যাটারিটি মেডিকেল ডিভাইস, পরা যায় এমন গ্যাজেট ও পরবর্তী প্রজন্মের রোবটে ব্যবহার করা যেতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
‘লিংকোপিং ইউনিভার্সিটি’র সহকারী অধ্যাপক আইমান রাহমানুদিন বলেছেন, “এ ব্যাটারির টেক্সচার অনেকটা টুথপেস্টের মতো।
“যেমন– উপাদানটি থ্রি ডি প্রিন্টারে ব্যবহার করা যেতে পারে, এর ফলে আপনি ইচ্ছামতো ব্যাটারির আকার দিতে পারবেন। এক নতুন ধরনের প্রযুক্তির দ্বার উন্মোচন করবে এই ব্যটারি।”
এ ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে লিগনিন থেকে তৈরি ইলেকট্রোড, যা মূলত কাগজ উৎপাদনে পাওয়া এক টেকসই উপজাত। এ উপাদানটি প্রচলিত লিথিয়ামভিত্তিক প্রযুক্তির বিপরীতে ব্যাটারিকে পরিবেশবান্ধব বিকল্প করে তুলেছে।
এখন পর্যন্ত রাবারের মতো এসব ব্যাটারি নিয়ে কাজের বিষয়টি কঠিন। কারণ পরিবেশগতভাবে ক্ষতিকর বিভিন্ন উপাদানের ওপর নির্ভর করে এগুলো তৈরি হত।
গবেষণার প্রধান গবেষক ‘এলওই’-এর ড. মোহসেন মোহাম্মদী বলেছেন, “ব্যাটারিতে থাকা বিভিন্ন উপাদান পলিমার ও লিগনিনের, আর এ ধরনের কাঁচামাল পরিবেশে প্রচুর পরিমাণে পাওয়া যায়।”
“লিগনিনের মতো উপজাতকে ব্যাটারির মতো চড়া দামের পণ্যে পুনরায় ব্যবহার করে আমরা চক্রাকার মডেলে আরও অবদান রাখতে পারি। কার্যকর বিকল্প হতে পারে এটি।”
মূল দৈর্ঘ্য দ্বিগুণ করতে পারে গবেষণা দলটির তৈরি এ ব্যাটারির প্রোটোটাইপ এবং কার্যসক্ষমতার মান না কমিয়েই পাঁচশ বারেরও বেশি চার্জ করেছে এটিকে।
এখন ব্যাটারির ভোল্টেজ বাড়াতে ও এর উপযোগিতা আরও উন্নত করার জন্য এটির উন্নয়ন কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন গবেষকরা।
অধ্যাপক রাহমানুদিন বলেছেন, “ব্যাটারিটি নিখুঁত নয়। আমরা কেবল বলছি, আমাদের এ ধারণাটি কাজ করে। তাই এর কর্মসক্ষমতা উন্নত করা প্রয়োজন।
“এর ভোল্টেজ বর্তমানে ০.৯ ভোল্ট। আমরা এখন এর ভোল্টেজ বাড়ানোর জন্য অন্যান্য রাসায়নিক যৌগ ব্যবহারের দিকে নজর দেব।”
‘মেক ইট ফ্লো ফ্রম সলিড টু লিড: রেডক্স-অ্যাক্টিভ ইলেকট্রোফ্লুইড ফর ইনট্রিনসিক্যালি স্ট্রেচেবল ব্যাটারিজ’ শিরোনামে গবেষণাপত্রটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘সায়েন্স অ্যাডভান্সেস’-এ।