ওপেনএআই বোর্ড ছাড়ছেন লিংকডইন সহ-প্রতিষ্ঠাতা রিড হফম্যান

ওপেনএআই’র মতো একই প্রযুক্তি নিয়ে কাজ করা আরেক শীর্ষ স্টার্টআপ ‘ইনফ্লেকশন এআই’সহ একই ঘরানার বেশ কিছু স্টার্টআপের সহ-প্রতিষ্ঠাতা হফম্যান।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2023, 08:43 AM
Updated : 5 March 2023, 08:43 AM

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন কোম্পানির সঙ্গে সম্পৃক্ততার কারণে সম্ভাব্য দ্বন্দ্ব এড়াতে এক অনলাইন পোস্টে জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি’র নির্মাতা কোম্পানি ওপেনএআই’র পর্ষদ ছাড়ার ঘোষণা দিলেন সামাজিক প্ল্যাটফর্ম লিংকডইনের সহ-প্রতিষ্ঠাতা রিড হফম্যান।

২০১৫ সালে স্টার্টআপ কোম্পানিটি প্রতিষ্ঠার পর থেকে এতে বিনিয়োগ ও পরামর্শ দেওয়া হফম্যান বলেন, তার উদ্যোক্তা কোম্পানি ‘গ্রেলক’, ‘টোম’-এর মতো বিভিন্ন প্রেজেন্টেশন জেনারেটর কোম্পানির পেছনে বিনিয়োগ করছে। তবে, ওপেনএআই’র বিভিন্ন টুল এরা অর্থের বিনিময়েই কিনছে।

এ ছাড়া, ওপেনএআই’র মতো একই প্রযুক্তি নিয়ে কাজ করা অন্যতম শীর্ষ স্টার্টআপ ‘ইনফ্লেকশন এআই’রও সহ-প্রতিষ্ঠাতা ছিলেন হফম্যান।

“পর্ষদ থেকে সরে এসে আমি সক্রিয়ভাবে ওপেনএআই ও নিজের সমর্থিত সকল গ্রেলক ভিত্তিক কোম্পানির যে কোনো সম্ভাব্য সমস্যার সমাধান করতে পারবো।” --বলেন তিনি। পাশাপাশি, ওপেনএআই’র সঙ্গে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি বলেও জানান তিনি।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হফম্যানের প্রস্থানে বিভিন্ন এমন কোম্পানির ক্রমবর্ধমান প্রতিযোগিতার ইঙ্গিত মেলে, যেগুলো এআই’র মাধ্যমে কনটেন্ট তৈরির পাশাপাশি গোটা শিল্পকে নতুন আকার দেওয়ার লক্ষ্যস্থির করেছে। 

একই সময় হফম্যান বলেন, তিনি ওপেনএআই’র ‘বন্ধু’ হিসেবেই থাকছেন। আর বিভিন্ন শিল্পের মধ্যে সম্ভাব্য অংশীদারিত্বের পাশাপাশি এই প্রযুক্তির সহায়তায় তিনি ‘মানবতার উন্নতি’তে কাজ করতে চান।

এর প্রতিক্রিয়ায় এক টুইটে ওপেনএআই’র প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেন, ভবিষ্যতে তিনি ‘আরও বেশি সহযোগিতা আশা করছেন!’

তবে, এখনও ওপেনএআই’র মূল বিনিয়োগকারী কোম্পানি মাইক্রোসফটের পর্ষদে দায়িত্ব চালিয়ে যাবেন হফম্যান।