আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার আগ পর্যন্ত সরকারি কম্পিউটারে এই ধরনের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল থাকা এআই টুল ব্যবহারের অনুমতি মিলবে না।
Published : 12 Oct 2023, 04:04 PM
ডেটা নিরাপত্তায় ঝুঁকি থাকার বিষয়টিকে কারণ দেখিয়ে কর্মীদের চ্যাটজিপিটি’র মতো ওয়েবভিত্তিক জেনারেটিভ এআই ব্যবহার বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের ‘স্পেস ফোর্স’।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্পেস ফোর্স কর্মীরা ‘গার্ডিয়ানস’ নামে পরিচিত। ২৯ সেপ্টেম্বর তাদের উদ্দেশ্যে লেখা এক মেমোতে উল্লেখ করা হয়, সংস্থাটির ‘চিফ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন অফিস’ থেকে আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার আগ পর্যন্ত তারা সরকারি কম্পিউটারে এই ধরনের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল থাকা এআই টুল ব্যবহার করতে পারবেন না।
সংস্থাটি আরও বলেছে, ‘ডেটা বেহাত হওয়ার ঝুঁকি’ থাকায় তারা এ অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে।
গত বছর জেনারেটিভ এআইয়ের ব্যবহার ব্যপক হারে বেড়েছে, যেখানে চ্যাটজিপিটি’র মতো বিভিন্ন চ্যাটবট লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের সহায়তায় অতীতের বিশাল ডেটা থেকে প্রশিক্ষণ নেয় ও সহজ কোনো প্রম্পট ব্যবহার করে টেক্সট, ছবি বা ভিডিও’র মতো কনটেন্ট তৈরি করতে পারে।
স্পেস ফোর্সের প্রযুক্তি ও উদ্ভাবন বিভাগের প্রধান লিসা কস্তা মেমোতে বলেন, এ প্রযুক্তি ‘নিঃসন্দেহে আমাদের কাজে বিপ্লব ঘটানোর পাশাপাশি গার্ডিয়ানদের কাজের গতি বাড়াবে’।
সাম্প্রতিক নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন বিমান বাহিনীর এক মুখপাত্র, যা নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছে ব্লুমবার্গ।
“জেনারেটিভ এআই ও লার্জ ল্যাংগুয়েজ মডেল ব্যবহারে দেওয়া নিষেধাজ্ঞার কারণ, আমরা চাই গার্ডিয়ানদের কাজ ও ‘ইউএসএসএফ’-এর বিভিন্ন মিশনে যেন এই প্রযুক্তির সেরা ব্যবহার নিশ্চিত করা যায়।” --বিবৃতিতে বলেন মার্কিন বিমান বাহিনীর মুখপাত্র তানিয়া ডাউনসওয়ার্থ।
“নিজস্ব সেবা ও গার্ডিয়ানদের ডেটা সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে এ অস্থায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে।”