Published : 04 Dec 2023, 06:49 PM
বিজ্ঞাপন বাজারে অন্যায্য প্রতিযোগিতার অভিযোগে ফেইসবুকের মালিক কোম্পানি মেটার বিরুদ্ধে প্রায় ৬০ কোটি ডলারের মামলা করেছে স্পেনের ৮৩টি প্রকাশনা সংস্থার একটি সংগঠন।
সংবাদ প্রকাশকদের সংগঠন এএমআই শুক্রবারে একটি বাণিজ্যিক আদালতে মামলাটি দায়ের করেছে বলে সোমবার জানিয়েছে সংগঠনটি।
অভিযোগ হচ্ছে, মেটা তাদের ফেইসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ‘বিশাল’ এবং ‘শ্রেণিবিন্যাসকৃত’ ব্যক্তিগত ডেটা ব্যবহার করে ‘পারসোনালাইজড’ বিজ্ঞাপন নকশ ও প্রচারের মাধ্যমে ব্যবসায়িক প্রতিযোগিতায় অন্যায্য সুবিধা ভোগ করে।
বাদীর তালিকায় রয়েছে দেশটির অন্যতম পত্রিকা এল পাইসের প্রকাশক প্রিসা, ভকেনতোর প্রকাশক এবিসিসসহ অন্যান্য ব্যাক্তিমালিকানাধীন কোম্পানি। তাদের দাবি ব্যবহারকারীদের অনুমতি না নিয়েই তাদের ব্যাক্তিগত ডেটা ব্যবহারের মাধ্যমে ডেটা সুরক্ষা আইন লঙ্ঘন করছে মেটা।
মেটার গণযোগাযোগ বিভাগের সঙ্গে এ বিষয়ে রয়টার্স যোগাযোগ করলে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষায় স্পেনের প্রকাশকদের এটি দ্বিতীয় আইনি লড়াই, প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
২০১৪ সালে স্পেনের সরকার দেশটিতে গুগল নিউজ সার্ভিস বন্ধ করে দেয়। পরবর্তীতে ২০২২ সালে দেশটিতে পাশ হওয়া একটি নতুন আইনের ফলে দেশটির প্রকাশক সংস্থাগুলো টেক জায়ান্টদের সঙ্গে সরাসরি সমঝোতার সুযোগ সৃষ্টি হলে তা আবার খুলে দেওয়া হয়।