চ্যাটজিপিটি’র সদৃশ নিজেদের চ্যাটবট ‘আর্নি বট’ সংশ্লিষ্ট এক পণ্য উন্মোচনের লাইভস্ট্রিম পরিকল্পনা বাতিল করেছে চীনা সার্চ ইঞ্জিন জায়ান্ট বাইদু।
পণ্যের বিজ্ঞাপনে দাবি ছিল, এটি গণমাধ্যম ও জনসাধারণের জন্য উন্মুক্ত। সোমবার বিকালে জন্য পরিকল্পিত ওই ওয়েবকাস্ট পরবর্তীতে রূপ নেয় এক রুদ্ধদ্বার বৈঠকে, যেখানে এই পণ্য পরীক্ষা করেছে কয়েকটি কোম্পানি। সোমবার সকালে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে চীনের গুগল খ্যাত এই কোম্পানি।
বাইদু বলেছে, এই ঘোষণার কারণ ওই এক লাখ ২০ হাজার কোম্পানির ‘ব্যাপক চাহিদা পূরণ’, যারা এই চ্যাটবটটি পরীক্ষা করতে চেয়েছে।
কোম্পানি আরও যোগ করে, এটা ছিল আসন্ন বেশ কিছু সংখ্যক রুদ্ধদ্বার বৈঠকের মধ্যে প্রথমটি।
এই পরিকল্পনা বাতিলের প্রাথমিক খবর পাওয়ার পর হংকংয়ে বাইদু’র শেয়ারমূল্য কমেছে সাড়ে চার শতাংশ।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের তৈরি চ্যাটবট চ্যাটজিপিটি’র বিপরীতে চীনের সবচেয়ে কাছাকাছি জবাব হলো আর্নি বট। গেল ১৬ মার্চ এই চ্যাটবট উন্মোচন করেন বাইদু’র প্রধান নির্বাহী রবিন লি। এর পাশাপাশি, এতে তিনি এক লাইভস্ট্রিম করা প্রেজেন্টেশন দেখান, যা সংবাদকর্মীদের চীনা এই চ্যাটবটের বিভিন্ন সক্ষমতার ‘প্রি-রেকর্ডেড’ নমুনার একটি সিরিজের মধ্যে দিয়ে নিয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
এই প্রেজেন্টেশন লাইভস্ট্রিম চলাকালেই কোম্পানির শেয়ারের দাম পড়তে শুরু করে। তবে, পরদিনই এটি ফের আগের অবস্থায় ফিরে আসে। আর্নি বট ও চ্যাটজিপিটি’র মতো প্রযুক্তিকে ক্ষমতা প্রদানকারী ‘জেনারেটিভ এআই’র জন্য চীনা কর্পোরেট সেক্টরের জোরালো চাহিদাকে এর কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।