এলজি বলছে, মালিক নিজ বাড়ির সামনে এলে রোবটটি তাকে অভ্যর্থনা জানাতে, তার মানসিক অবস্থা চাঙ্গা করার মতো গান বাজাতে এমনকি ঘুমও পাড়িয়ে দিতে পারে।
Published : 30 Dec 2023, 12:36 PM
শীঘ্রই ব্যবহারকারীর বাড়িতে নির্দ্বিধায় চলাফেরা করতে সক্ষম এক দোপায়া রোবট বিক্রি শুরু করছে দক্ষিণ কোরীয় প্রযুক্তি জায়ান্ট এলজি।
রোবটটির প্রথম ঝলক দেখা যাবে ২০২৪ সালের ‘সিইএস’ আয়োজনে। আর এতে রয়েছে বেশ কয়েক ধরনের সুবিধা।
উদাহরণ হিসেবে ধরা যায়, ব্যবহারকারী কাজে যাওয়ার পর পোষা প্রাণী দেখাশোনা বা এসি চালু রেখে গেলে ব্যবহারকারীকে নোটিফিকেশন পাঠানো। আর রোবটটি অনেকটা অ্যামাজনের ‘অ্যালেক্সা’ বা অ্যাপলের ‘হোমপড’-এর মতোই কাজ করে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
রোবটটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের ‘রোবটিক্স আরবি৫ প্ল্যাটফর্ম’, যেখানে বেশ কয়েক ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে বটটির এআই ব্যবস্থা কাজ করে। এর কয়েকটি উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে চেহারা ও কণ্ঠস্বর চেনার এবং কথোপকথন চালানো ব্যক্তির মানসিক অবস্থা বোঝার মতো সুবিধা।
এলজি বলছে, মালিক নিজ বাড়ির দরজার সামনে এলে রোবটটি তাকে অভ্যর্থনা জানাতে পারে, তার মানসিক অবস্থা চাঙ্গা করার মতো গান বাজাতে পারে এমনকি তাকে ঘুমও পাড়িয়ে দিতে পারে।
এ ছাড়া, নিজের কৃত্রিম পা ব্যবহার করেও ‘ভাব প্রকাশ করতে’ সক্ষম রোবটটি। ফিচারটিকে এনগ্যাজেট ‘কিউট’ বলে আখ্যা দিলেও এর সম্ভবত বাস্তবভিত্তিক ব্যবহারের তেমন সুযোগ নেই বলে প্রতিবেদনে লিখেছে সাইটটি।
রোবটের চেহারাতেও একটি ক্যামেরা, স্পিকার ও বেশ কিছু সেন্সর যোগ করা হয়েছে, যার মাধ্যমে এটি বিভিন্ন বিষয় বোঝার, শোনার ও সে সম্পর্কে কথা বলার সক্ষমতা পেয়ে থাকে।
এ ছাড়া, বাড়ির ইনডোরে থাকা বাতাসের মান ও তাপমাত্রাও পরিমাপ করতে পারে এটি। তবে, এর সঙ্গে কোনো স্মার্ট হোম সিস্টেমের সংযোগ ঘটানো ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব কি না, তা এখনও পরিষ্কার নয়।
এ প্রসঙ্গে এলজি’র মন্তব্য জানতে চাইলেও এখনও কোনো সাড়া মেলেনি। তবে কোম্পানিটি বলেছে, এর দাম সংশ্লিষ্ট তথ্য পরবর্তী কোনো এক সময়ে ঘোষণা করা হবে।
এনগ্যাজেট বলছে, যেহেতু রোবটটি নির্দ্বিধায় চলাফেরা করতে পারে, তাই এটি এমনভাবে সেটআপ করা যায় যাতে ব্যবহারকারীর অনুপস্থিতিতে রোবটটি তার পোষা প্রাণী দেখাশোনা করে ও ‘অপ্রীতিকর ঘটনার ক্ষেত্রে’ তার স্মার্টফোনে নোটিফিকেশন পাঠায়।
এই একই মনিটরিং ব্যবস্থার মাধ্যমে বটটি একটি ছোট ‘সিকিউরিটি গার্ড’ হিসেবে কাজ করতে পারবে ও বাড়িতে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলে ব্যবহারকারীর কাছে নোটিফিকেশন পাঠাতে পারবে। উদাহরণ হিসেবে ধরা যায়, ব্যবহারকারী যদি রান্নাঘরের লাইট বন্ধ না করেই বাড়ি থেকে বেরিয়ে যান।