গত কয়েক বছরে মেটা সিইও’র ব্রাজিলীয় জুজুৎসুসহ বেশ কয়েক রকমের মিক্সড মার্শল আর্টের আগ্রহ তৈরি হলে তিনি প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি প্রতিযোগিতাতেও অংশ নেন।
Published : 05 Nov 2023, 06:29 PM
মিক্সড মার্শাল আর্টসের প্রশিক্ষণে হাঁটুতে আঘাত পেয়ে অস্ত্রপচারের টেবিলে যেতে হয়েছে মেটা সিইও মার্ক জাকারবার্গকে।
একটি ইনস্টাগ্রাম পোস্টে শুক্রবার ফেইসবুকের সহপ্রতিষ্ঠাতা তার আঘাতের কথা প্রকাশ করেন। তিনি লেখেন “লড়াই করতে গিয়ে আমার এসিএল (বা হাঁটুর লিগামেন্টে) আঘাত লেগেছে। সেটি প্রতিস্থাপন করতে সার্জারির জন্য যাচ্ছি।”
“আগামী বছরের শুরুতে একটি মিক্সড মার্শাল আর্ট ফাইটের জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু এখন সেটাকে পেছানো হয়েছে,” জাকারবার্গ লেখেন। “সুস্থ হওয়ার পরই লড়াইটি আমি করতে চাই।”
“ভালবাসা এবং সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ,” তিনি যোগ করেন।
হাসপাতলের পরিচয় প্রকাশ না করে জাকারবার্গ সার্জারির আগের ও পরের বেশকিছু ছবি প্রকাশ করেন। সেখানে তার পাশে তার স্ত্রী প্রিসিলা চ্যানকেও তাকে শুশ্রূষা করতে দেখা যায়।
গত কয়েক বছরে মেটা সিইও’র ব্রাজিলীয় জুজুৎসুসহ বেশ কয়েক রকমের মিক্সড মার্শল আর্টের আগ্রহ তৈরি হলে তিনি প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি প্রতিযোগিতাতেও অংশ নেন।
মে মাসে তিনি ফেইসবুকে উন্মোচন করেন যে তিনি তার প্রথম জুজুৎসু টুর্নামেন্ট শেষ করেছেন, এবং সেখানে তিনি একটি স্বর্ণ এবং একটি রৌপ্য পদক জিতেছেন।
গত কয়েক মাস ধরে জাকারবার্গ এবং টেসলা সিইও ইলন মাস্কের মধ্যে একটি সম্ভাব্য কেইজ ফাইট নিয়ে একে অপরকে দেওয়া উস্কানি, এবং তা নিয়ে বিশ্বব্যাপী তৈরি হওয়া নানা জল্পনা-কল্পনার মাঝেই জাকারবার্গের হাঁটুর এই আঘাতের খবরটি এলো।
সেই লড়াইটি শেষ পর্যন্ত আর ঘটেনি, এবং গত গ্রীষ্মে একটি থ্রেডস পোস্টে জাকারবার্গ লিখেন “ইলন লড়াইটি নিয়ে সিরিয়াস নন, তাই এখন অন্যান্য বিষয় নিয়ে এগিয়ে যাওয়ার সময়।”