Published : 31 Jul 2023, 03:02 PM
যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো শহরে দেখা মিলেছে এক উজ্জ্বল বিশাল ‘এক্স’ চিহ্নের। কারণ, নিজের সামাজিক মাধ্যম টুইটারকে এখন থেকে এই নামে ডাকার ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। তবে, শহরের কিছু কর্মকর্তা ও নাগরিকের কপালে ভাঁজ ফেলেছে ওই লোগোর উপস্থিতি।
গেল শুক্রবার শহরের মার্কেট স্ট্রিটে নিজস্ব সদর দপ্তরে ‘এক্স’ লোগোটি যুক্ত করে মাস্ক মালিকানাধীন সামাজিক মাধ্যম কোম্পানিটি। তবে, এর অতি উজ্জ্বল আলো নিয়ে অভিযোগ জানিয়েছেন প্রতিবেশীরা। এ ছাড়া, স্যান ফ্রান্সিসকো’র ‘ডিপার্টমেন্ট অফ বিল্ডিং ইনস্পেকশন’ এটি নিয়ে তদন্তের কথা বলেছে।
এই পদক্ষেপটি এল মাস্কের এক পোস্টের পরপর। অক্টোবরে কোম্পানিটিকে চার হাজার চারশ কোটি ডলারে অধিগ্রহণ করা এই প্রযুক্তি উদ্যোক্তা বিলিয়নেয়ার ঘোষণা দিয়েছেন, নতুন নামে কোম্পানিটি স্যান ফ্রান্সিসকোতেই থাকবে। পাশাপাশি, শহরের সাম্প্রতিক পরিস্থিতিকে ‘ডুম স্পাইরাল’ বলে আখ্যা দিয়েছেন তিনি, যেখানে একের পর এক কোম্পানি শহরটি ছেড়ে চলে গেছে।
এদিকে, ২০২১ সালে বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার সদর দপ্তর ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে সরিয়ে নেন কোম্পানির সিইও মাস্ক। ফলে, স্যান ফ্রান্সিসকোয় ‘এক্স’-এর সদর দপ্তর রাখাকে ‘ইতিবাচক সংকেত’ বলে আখ্যা দিয়েছে রয়টার্স। এর কারণ, কোভিড মহামারী চলাকালীন পর্যটন ও ব্যবসায়িক ধাক্কা থেকে এখনও সামলে উঠতে পারেনি শহরটি।
শহরের ডাউনটাউন অঞ্চলটি প্রযুক্তি খাত থেকে চাকরি ছাঁটাই, বড় বড় খুচরা বিক্রেতাদের চলে যাওয়া ও পর্যটন কমে যাওয়ার মতো বিষয়ের ধাক্কা সমালাচ্ছে। আর অনেকে বাড়ি থেকে কাজ করায় সেখানকার কোলাহলও কমে গেছে। এর পাশাপাশি, বিভিন্ন হাই প্রোফাইল অপরাধ ও গৃহহীন ও ভবঘুরে লোকজনের সমস্যা শহরের ভাবমূর্তি নষ্ট করেছে।
“প্রিয় স্যান ফ্রান্সিসকো, বাকিরা তোমাকে ছেড়ে চলে গেলেও আমরা সবসময় তোমার বন্ধুই থাকব।” --লেখেন মাস্ক।
তবে, মাস্কের এই বন্ধুত্বের হাত স্যান ফ্রান্সিসকোর সকল নাগরিককে সন্তুষ্ট করতে পারেনি। এই সপ্তাহান্তে বিশাল এক্স লোগোটির ‘জ্বলন্ত স্পন্দনের’ ভিডিও রেকর্ড করেন স্থানীয়রা।
কেউ কেউ এই অতি উজ্জ্বল আলোর ব্যপক সমালোচনাও করেছেন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
‘@itsmefrenchy123’ নামের এক ‘এক্স’ ব্যবহারকারী বলেন, ‘নিজ বেডরুমের একদম পাশে’ এই উজ্জ্বল লোগো থাকার বিষয়টি তাদের ‘বিরক্ত’ করারই কথা।
“বিবেচনাবোধের এমন অভাব দেখে আমি অবাকই হয়েছি।” --লেখেন ‘@DollyMarlowe’ নামের আরেক ব্যবহারকারী।
এদিকে, এই কাঠামো নিয়ে তদন্তে নেমেছে স্যান ফ্রান্সিসকো’র ‘ডিপার্টমেন্ট অফ বিল্ডিং ইনস্পেকশন’। পাশপাশি তারা বলছে, এটা সম্ভবত অনুমোদন সংশ্লিষ্ট নীতিমালার লঙ্ঘন।
এক লিখিত প্রতিবেদনে সংস্থাটির এক পরিদর্শক বলেন, লোগোটি নিয়ে তদন্ত চালাতে গেলে কোম্পানির লোকজন একাধিকবার ভবনের ছাদে প্রবেশ করতে দেয়নি। তিনি আরও যোগ করেন যে কোম্পানির এক মুখপাত্র বলেছেন, লোগোটি সেখানে বসানো হয়েছে অস্থায়ীভাবে।
রোববার এই বিষয়ে রয়টার্স সংস্থাটির এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলেও তাকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।