অ্যাপলের স্ট্রিমিং সেবায় শো করার আগেই স্টুয়ার্টের ঝুলিতে যোগ হয়েছে ২২টি প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ড, দুটি গ্র্যামি অ্যাওয়ার্ড ও হিউমার বিষয়ে মার্কিন সরকারের সর্বোচ্চ সম্মাননা মার্ক টোয়েন প্রাইজ।
Published : 16 Nov 2023, 12:59 PM
অ্যাপলের স্ট্রিমিং সেবায় রাজনৈতিক বিদ্রুপ শিল্পী জন স্টুয়ার্টের টিভি শো আকস্মিক বন্ধ করার কারণ জানতে চেয়ে প্রযুক্তি কোম্পানিটিকে ডেকে পাঠিয়েছে মার্কিন সিনেট।
বুধবার প্রকাশিত এক খোলা চিঠিতে মার্কিন আইনপ্রণেতারা এ নোটিশ জারি করেন, যেখানে স্টুয়ার্টের শো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয় চীন বিষয়ে তার বানানো কনটেন্টকে।
গত মাসে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে আসে, ‘ক্রিয়েটিভ কনটেন্ট’ নিয়ে মত পার্থক্যের কারণে অ্যাপলের স্ট্রিমিং সেবায় স্টুয়ার্টের শো বন্ধ হয়ে যাচ্ছে। আর স্টুয়ার্ট তার নিজের কর্মীদের বলেছেন, তার শোতে চীন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয় অ্যাপল নির্বাহীদের কাছে শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে।
অ্যাপলের স্ট্রিমিং সেবায় শো করার আগেই স্টুয়ার্টের ঝুলিতে যোগ হয়েছে ২২টি প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ড, দুটি গ্র্যামি অ্যাওয়ার্ড ও হিউমার বিষয়ে মার্কিন সরকারের সর্বোচ্চ সম্মাননা মার্ক টোয়েন প্রাইজ।
এ প্রসঙ্গে টাইমসের কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাপল।
“নিজস্ব স্ট্রিমিং সেবায় কী ধরনের কনটেন্ট যাবে, তা ঠিক করার অধিকার আছে কোম্পানিগুলোর। তবে, এতে বিদেশী কোনো শক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব গ্রহনযোগ্য নয়।” --অ্যাপল সিইও টিম কুককে পাঠানো চিঠিতে উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ‘সিলেক্ট কমিটি অন কম্পিটিশন উইথ চাইনিজ কমিউনিস্ট পার্টি’র রিপাবলিক ও ডেমোক্র্যাট নেতারা।
“বিভিন্ন প্রতিবেদনের আলোকে সৃষ্ট পরিস্থিতিতে আমরা যথাযথ সম্মানের সঙ্গে অ্যাপলকে অনুরোধ জানাচ্ছি, তারা যেন প্রকাশ্যে এই অবস্থান নিশ্চিত করেন যে চীন বা চীনা কমিউনিস্ট পার্টির সমালোচনামূলক কনটেন্ট ‘অ্যাপল টিভি+’ ও কোম্পানির অন্যান্য সেবায় বাধার মুখে পড়বে না।” --উল্লেখ রয়েছে চিঠিতে, যেখানে স্বাক্ষর করেছেন প্যানেলের রিপাবলিকান চেয়ারপার্সন মাইকেল গ্যালাহার ও ডেমোক্র্যাট নেতা রাজা কৃষনামুর্থি।
চিঠি অনুসারে, ২০২৩ সালের ১৫ ডিসেম্বরের মধ্যে এ বিষয়টি নিয়ে অ্যাপল প্রতিনিধিদের ব্যাখ্যা দিতে হবে। এ ছাড়া, কমিটি স্টুয়ার্টের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলতে চায় বলে উল্লেখ রয়েছে চিঠিতে।
এই প্রসঙ্গে রয়টার্স স্টুয়ার্ট ও অ্যাপলের প্রতিনিধিদের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক সাড়া মেলেনি।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এখন যুক্তরাষ্ট্র সফর করছেন। সম্প্রতি চীনে বৈদেশিক বিনিয়োগ কমে গিয়েছে। বুধবার রাতে চীনা প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে শীর্ষ মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে নৈশভোজে যোগ দেন যেখানে চীনে বিনিয়োগ নিয়ে মার্কিন কোম্পানিগুলোকে তার আহ্বান জানানোর কথা ছিল। ঠিক এমন পরিস্থিতিতেই সিনেটের এই চিঠি প্রকাশ্যে এল।
আন্তর্জাতিক ফোরাম ‘এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক)’ আয়োজিত এই নৈশভোজের পরের দিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন শি। এর লক্ষ্য ছিল, বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির মধ্যে চলমান টানাপোড়েন শিথিল করা।
অন্যদিকে, চীনে গণমাধ্যম নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে সরব ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্রের হাউজ কমিটি।
দীর্ঘদিন ধরেই চীনা কমিউনিস্ট পার্টির কঠোরভাবে গণমাধ্যম নিয়ন্ত্রণ প্রসঙ্গে শঙ্কা প্রকাশ করে আসছেন মার্কিন আইনপ্রণেতারা। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এর সবচেয়ে বেশি প্রভাব দেখা গেছে হলিউডের সিনেমায়, যেখানে কোনো কোনো স্টুডিও চীনকে সন্তুষ্ট করতে ও দেশটির বাজারে ব্যবসা করার আশায় সিনেমার পাণ্ডুলিপিতে পরিবর্তন আনছেন বা নিজেরাই বিভিন্ন স্পর্শকাতর বিষয় সেন্সর করে ফেলছেন।