“বেশকিছু সময় পরপর অস্বাভাবিক রকম বেশি ট্রাফিকের কারণে সেবা ব্যহত হচ্ছে, যা ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল-অফ-সার্ভিসেস (ডিডিওএস) আক্রমণের ইঙ্গিত করছে।”
Published : 10 Nov 2023, 09:38 AM
জনপ্রিয় এআই প্রযুক্তি চ্যাটজিপিটির সেবায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে বিভ্রাট দেখা দিয়েছে। গতকাল বড় ধরনের বিপর্যয়ে ৯০ মিনিট ধরে বন্ধ ছিলো চ্যাটবটটি।
এদিকে এক্স প্ল্যাটফর্ম এবং ডাউনডিটেকটরে চ্যাটবটটি ব্যবহার করতে না পারা হতাশ ব্যবহারকারীদের অসংখ্য পোস্ট জমা হয়েছে বলে মন্তব্য উঠে এসেছে অ্যান্ড্রয়েড অথরিটির একটি পোস্টে।
“বেশকিছু সময় পরপর অস্বাভাবিক রকম বেশি ট্রাফিকের কারণে সেবা ব্যহত হচ্ছে, যা ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল-অফ-সার্ভিসেস (ডিডিওএস) আক্রমণের ইঙ্গিত করছে, এবং আমরা সেটি নিরসনে কাজ করে যাচ্ছি।”
বুধবার যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ৪৯ মিনিটে বলেছে কোম্পানিটির স্ট্যাটাস চেকার ওয়েবসাইট।
তার পর থেকে আর কোনো আপডেট দেয়নি ওপেনএআই। তবে ওয়েব ব্যবহারকারী এবং যারা জিপিটি বিল্ডার ব্যবহারের চেষ্টা এমন গ্রাহকরা এখন পর্যন্ত ব্যবহার করতে পারছেন না এআই চ্যাটবটটি, মন্তব্য রয়েছে অ্যান্ড্রয়েড অথরিটিটির পোস্টটিতে।
কোনো অনলাইন মাধ্যমে স্বভাবিক ট্রাফিক ব্যহত করার জন্য বিদ্বেষপূর্ণ ডিডিওএস আক্রমণ চালানো হয়। তবে কোম্পানিটি কি আসলেই এ ধরনের আক্রমণের শিকার হয়েছে না কি তাদের সম্প্রতি প্রকাশিত নতুন ফিচারের জন্য এমন উচ্চ মাত্রার ট্রাফিকের মুখোমুখি হয়েছে তা এখনও স্পষ্ট নয়।